কিছু মানুষের প্রিয় বন্ধু বই। বই এর সঙ্গ ছাড়া থাকতে পারেন না অনেকেই। এদেশে এখনও বহু বিদ্যালয়ের ছেলে মেয়েরা বই কিনতে পারেন না, কিন্তু পড়তে ভালোবাসেন অনেকেই। সেইসব ছেলেমেয়েদের বই পড়ানোর জন্য এগিয়ে এলেন কেরালার সিপিএম-এর এমএলএ ভিকে প্রশান্ত।
নেতা মন্ত্রী হোক বা সাধারণ মানুষ, উপহারে বই দেওয়ার চল এখন প্রায় উঠেই গেছে। তার বদলে ফুলের বোকে দিয়ে সম্বর্ধনা জানানো হয় অনেকক্ষেত্রেই। কিন্তু ব্যতিক্রম কেরালার এই মন্ত্রী। তাঁর কাছে উপহার হিসেবে ফুলের চেয়েও দামি বই। তাঁকে বই দেওয়া হলে, বিভিন্ন বিদ্যালয়ের পাঠাগারগুলিতে তিনি সেই বইগুলি দান করবেন – এমনই ইচ্ছে তাঁর।
বই দান করার এই বক্তব্যটি ফেসবুকে দেওয়ার পর থেকেই, প্রায় ৩৫০০টি বই তাঁর কাছে এসে পৌঁছেছে। তবে তাঁর মহত্বের পরিচয় শুধু বই বিতরণ করাতেই নয়, ২০১৮ সালে প্রাকৃতিক বিপর্যয়ের পর তিনি ফুড রিলিফে সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছিলেন।
দেশের মধ্যে কেরালায় শিক্ষার হার সবচেয়ে বেশি। মন্ত্রীর এমন উদ্যোগের পর, সেখানে বই পড়ার অনুরাগীদের সংখ্যা নিশ্চিত ভাবে আরও বাড়বে বলে মনে করছেন অনেকেই।