দার্শনিকরা তো সেই কবেই বলে গিয়েছেন, নিজের সন্ধান করাই ঈশ্বরের সন্ধান করা। কিন্তু সেই বাক্যকেই অক্ষরে অক্ষরে পালন করা সহজ কথা নয়। সম্প্রতি তেমন কাণ্ডই ঘটিয়েছেন তুরস্কের এক ব্যক্তি। হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়া সেই ব্যক্তিকে খুঁজতে একটি অনুসন্ধান দল (Search Party) তৈরি করেছিল স্থানীয় প্রশাসন। আর কিছুক্ষণ পরেই দেখা যায় সেই দলের মধ্যেই রয়েছেন হারিয়ে যাওয়া ব্যক্তি। দিব্যি নিজেই নিজেকে খুঁজে বেড়াচ্ছেন।
ঘটনাটি ঘটে ২৮ সেপ্টেম্বর সন্ধে বেলায়। বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে বারে গিয়েছিলেন বেহান মুটলু নামের ওই ব্যক্তি। সেখানে পানীয়ের পরিমাণ একটু বেশিই হয়ে গিয়েছিল। বন্ধুরা যখন নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত, তখনই সেই আসর থেকে উঠে পড়েছিলেন বেহান। তারপর হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলেন জঙ্গলের দিকে। বন্ধুদের মধ্যে থেকেই কয়েকজন হঠাৎ তাঁকে দেখতে পান জঙ্গলে ঢুকে যেতে। তারপর তাঁরাও ছুটে যান। কিন্তু সেখানে কারোর সন্ধান পাওয়া যায় না। বেহানের বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীকে খবরটি জানানো হয়। তবে সবাই ভেবেছিলেন কিছুক্ষণ পর নিশ্চই নিজেই ফিরে আসবেন তিনি। এদিকে বিকাল গড়িয়ে সন্ধে নামে, কিন্তু বেহান ঘরে ফেরেন না। তখনই স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি জানান তাঁর স্ত্রী এবং বন্ধুবান্ধবরা।
প্রশাসনের উদ্যোগে দ্রুত গড়ে তোলা হয় একটি অনুসন্ধানী দল। অন্তত জনা পঞ্চাশ মানুষ জঙ্গলের কাছে গিয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। বেহানের নাম ধরে ডাকাডাকি শুরু হয়। এমন সময় ভিড়ের মধ্যে থেকেই সাড়া আসে, ‘আমি এখানে’। যে মানুষটি উত্তর দিচ্ছেন, তাঁকে বেশ কিছুক্ষণ ধরেই দলের মধ্যে ঘোরাঘুরি করতে দেখেছেন বাকিরা। সঙ্গে সঙ্গে তাঁরা এগিয়ে আসতেই শিশুর মতো কাঁদতে শুরু করে দেন ৫০ বছরের বেহান। কাতর কণ্ঠে তিনি শুধু বলতে থাকেন, এত রাত অবধি বাড়ির বাইরে আছেন জানলে তাঁর বাবা তাঁকে মেরে ফেলবেন। অথচ তাঁর বাবা আগেই প্রয়াত হয়েছেন। এই অবস্থায় নেশাগ্রস্ত বেহানকে পরিবারের হাতে তুলে দিয়ে আসে অনুসন্ধানকারী দল। কিন্তু তাঁর স্ত্রী বা অন্য কেউ কোনো শাস্তির ব্যবস্থা করেছেন কিনা, তা আর জানা যায়নি।
Powered by Froala Editor
আরও পড়ুন
তুরস্কে ব্যবসা বাঁচাতে বাক্-স্বাধীনতায় ‘হস্তক্ষেপ’ ফেসবুকের