সমাজের প্রান্তিক মানুষ তাঁরা। সুস্থভাবে বাঁচার চেষ্টা করলেও, ব্যাঙ্গ-বিদ্রুপের মধ্যে দিয়ে দিন কাটাতে হয় প্রায়ই। অপরাধ? তাঁরা সমকামী। সমাজের চোখে ‘বিকৃত যৌনচাহিদা’ বয়ে বেড়াচ্ছেন তাঁরা। বাঁচার চেষ্টা করলেও, একরকম প্রান্তিক মানুষ হয়েই কেটে যাচ্ছে তাঁদের জীবন। এবার তাঁরাই পর্দার সামনে নিয়ে আসছেন তাঁদের কথা। নিজেরাই অভিনয় করবেন সেখানে, ফুটিয়ে তুলবেন আমদের প্রতিদিনের ‘আড়চোখে’ দেখা কিছু ঘটনা।
এও এক নগরকীর্তন। যেমন অর্ঘ্য অধিকারী। পেশায় স্কুল শিক্ষক। পরিচালক তথাগত ঘোষের শর্ট ফিল্ম ‘মিস ম্যান’-এ মুখ্য চরিত্র মানবের ভূমিকায় অভিনয় করছেন তিনি। খোলাখুলি বলেছেন নিজের কথা। তাঁর মতো আরও অনেকের কথা। সঙ্গে আছেন রাত্রিশ সাহা। পেশায় আইটি কর্মী রাত্রিশ জীবনে বহুবার হেনস্থার শিকার হয়েছেন। শারীরিক, মানসিক নানাভাবে নিগৃহীত হয়েছেন। কিন্তু নিজের সমকামী পরিচয়কে কখনও গোপন রাখেননি। রামধনুর গর্ব বয়ে নিয়ে গেছেন প্রতিটা মুহূর্তে। আগামী রবিবার বসুশ্রী সিনেমাহলে ছবিটির প্রিমিয়ারে এঁরা সকলেই উপস্থিত থাকবেন।
শুধু ‘মিস ম্যান’ই নয়, সমকামীদের লড়াই নিয়ে আরও একটি ডকু-ফিচার তৈরি করছেন পরিচালক সৌম্য সেনগুপ্ত। তাঁর ক্যামেরার সামনে আছেন জয়িতা। জয়িতা মণ্ডল। নিজের ‘জয়ন্ত’ পরিচয়কে আগেই অস্বীকার করেছেন তিনি। বারবার। জয়ন্ত থেকে জয়িতা হয়ে ওঠার এই যাত্রা যে সহজ ছিল না, তা সহজেই অনুমেয়। এমনকি, পরিবারকেও ছাড়তে হয়েছে এর জন্য। কিন্তু নিজের পরিচয়, নিজের মনকে সবসময় আগে রেখেছেন জয়িতা। তাঁর জীবনই এবার পর্দায় উঠে আসবে সৌম্যর হাত ধরে। নাম ‘আই অ্যাম জয়িতা’।
রিল আর রিয়েল এখানে এক হওয়ার গল্প। এই গল্প আসলে প্রতিবাদের গল্প, বাঁচার গল্প, নিজের আসল সত্ত্বাকে খুঁজে পাওয়ার গল্প। রামধনু সুন্দর, রামধনু স্বাধীন— সেই কথাটাই আরও একবার পর্দায় উঠে আসবে জয়িতা-রাত্রিশ-অর্ঘ্যের হাত ধরে।