চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, একটি অধ্যায়ের ইতি

গতবছরই মাইক্রোসফট কোম্পানি জানিয়ে দিয়েছিল মার্চ মাস থেকে ইন্টারনেট এক্সপ্লোরারের কোনো ভার্সন ব্যবহার করা যাবে না। তবে প্রতিশ্রুতি ছিল এই বছর ১৭ মে আবার নতুন চেহারায় হাজির হবে ইন্টারনেট এক্সপ্লোরার। প্রতিশ্রুতি অনুযায়ী এসেছে আইই-১১। কিন্তু সেইসঙ্গে আবারও ঘোষণা করা হল, ২০২২ সাল থেকে আর কাজ করবে না প্রাচীনতম এই ব্রাউজার। এমনটাই জানালেন মাইক্রোসফট কর্ণধার বিল গেটস।

১৯৯৫ সালের ১৭ মে আত্মপ্রকাশ করে ইন্টারনেট এক্সপ্লোরার। সেইসঙ্গে খুলে যায় ইন্টারনেটের নতুন দুনিয়া। প্রথম প্রথম অবশ্য মূল্য দিয়ে কিনতে হত এই ব্রাউজার। কিন্তু কিছুদিনের মধ্যেই মাইক্রোসফট ইউন্ডোজ অপারেটিং সিস্টেমের সঙ্গে বিনামূল্যে দেওয়া শুরু হয় এই প্রোগ্রামটি। ইন্টারনেট এক্সপ্লোরার হয়ে ওঠে মাইক্রোসফটের এক অবিচ্ছেদ্য অঙ্গ। তবে এরপর সময় যত এগিয়েছে, বাজারে এসেছে নতুন নতুন ব্রাউজার। গুগল ক্রোম বা মোজিলা ফায়ারফক্সের মতো ব্রাউজারের গতি আইই-কে ছাপিয়ে বহুদূর এগিয়ে গিয়েছে। মাইক্রোসফট কোম্পানি নতুন নতুন ভার্সন নিয়ে এলেও তার গতি বাড়েনি। ফলে এখন পরিস্থিতি এমন, কোম্পানির কথায়, বেশিরভাগ ডিভাইস থেকেই শুধু একবার এই ব্রাউজার ব্যবহার করা হয়। আর তা কেবল অন্য কোনো ব্রাউজার ডাউনলোড করার জন্য।

ইতিমধ্যে মাইক্রোসফট কোম্পানি থেকেও দ্রুতগামী ব্রাউজার এডজ ক্রোমিয়াম এসেছে বাজারে। এর চাহিদাও নেহাৎ কম নয়। কিন্তু যে ব্রাউজারের হাত ধরে ইন্টারনেটের জগৎ প্রথমবারের জন্য খুলে গিয়েছিল, তাকে ছেড়ে দিতে রাজি ছিল না কোম্পানি। কিন্তু এত চেষ্টার পরেও যখন তার গতি বাড়ানো সম্ভব হচ্ছে না, তখন আর উপায় নেই। অবশ্য কিছু সরকারি ও বাণিজ্যিক কাজের জন্য ২০২২ সালের পরেও ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করা যাবে। তাছাড়া এমন কিছু ওয়াবসাইট আজও আছে, যা ইন্টারনেট এক্সপ্লোরার ছাড়া খোলা যায় না। তার জন্য এডজ ক্রোমিয়ামের মধ্যেই থাকবে নতুন আইই এক্সটেনশন। এর সাহায্যে সেইসমস্ত ওয়েবসাইট খোলা যাবে। ২০২৯ সাল পর্যন্ত এই এক্সটেনশন বহাল থাকবে। তার মধ্যে ওয়েবসাইটগুলিকেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এতকিছুর পরেও ইন্টারনেট এক্সপ্লোরারকে বিদায় জানাতে যথেষ্ট কষ্ট হচ্ছে বিল গেটসের। সে-কথা তাঁর কথার সুরেই স্পষ্ট। সমস্ত ঘোষণার শেষে তিনি শুধু জানালেন, আজ আমরা ইন্টারনেটের যে জগতকে চিনেছি তা ইন্টারনেট এক্সপ্লোরারের জন্যই। তার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। তাই, গুডবাই ইন্টারনেট এক্সপ্লোরার।

আরও পড়ুন
বন্ধ হতে চলেছে ইন্টারনেট এক্সপ্লোরার, ব্রাউসিং-এর ইতিহাসের অন্যতম অধ্যায়ে ইতি

Powered by Froala Editor

আরও পড়ুন
১০ বছরের মধ্যেই বন্ধ হবে কার্বন উৎপাদন, পরিবেশ বাঁচাতে ঘোষণা মাইক্রোসফটের

Latest News See More