৩ মাস সবেতন ছুটি কর্মচারীদের, প্রশংসনীয় উদ্যোগ মাইক্রোসফটের

করোনা ভাইরাসের আতঙ্কে লকডাউন শুরু হয়েছে সারা পৃথিবীতেই। বন্ধ স্কুল-কলেজও। হোস্টেল থেকে বাড়ি ফিরে এসেছে ক্ষুদে পড়ুয়ারা। দীর্ঘদিন পর ছেলেমেয়ে বাড়ি ফিরে আসায় খুশি তাদের বাবা-মাও। কিন্তু এই খুশি আর কতক্ষণ দীর্ঘস্থায়ী হবে? অভিভাবকদের নিজেদের কাজ নিয়েই তো ব্যস্ত হয়ে পড়তে হবে এবার। অফিস যাওয়ার তাড়া অবশ্য নেই। কিন্তু ঘরে বসেই তো অফিসের যাবতীয় কাজকর্ম সামলাতে হবে। নাহলে মাসের শেষের উপার্জন হবে কী করে?

এমন পরিস্থিতিতে সাহস দিচ্ছে পৃথিবীর অন্যতম প্রযুক্তি নির্মাতা কোম্পানি মাইক্রোসফট। কর্মচারীদের কাছে কোম্পানির আবেদন, বাড়িতে থাকুন। ছেলেমেয়ের যত্ন নিন। তিন মাসের মাইনে তাঁরা বিনা পারিশ্রমিকেই পেয়ে যাবেন। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে ওয়াশিংটন স্টেট স্কুল কর্তৃপক্ষ বন্ধের বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গেই এই ঘোষণা করে মাইক্রোসফট কর্তৃপক্ষ। সেইসঙ্গে এই তিনমাসের ছুটি তাঁরা কীভাবে নিতে চান, সেই সিদ্ধান্তও ছেড়ে দেওয়া হয়েছে কর্মচারীদের ওপর।

করোনা ভাইরাসের মোকাবিলায় যে লকডাউন শুরু হয়েছে, তার ফলে অনেক ক্ষেত্রেই কর্মক্ষেত্র বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে কর্মচারীদের পাশে থাকার বার্তা জানিয়েছে অনেক কোম্পানিই। ফেসবুক, ট্যুইটার, গুগলের মতো কোম্পানি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন কর্মচারীদের। শুধুই সংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের নয়, কোম্পানির আওতায় থাকা অসংগঠিত শ্রমিকদের সাহায্যের জন্যও নানা বার্তা দিয়েছেন তাঁরা। সেই তালিকাতেই যুক্ত হল মাইক্রোসফট কোম্পানির নাম।

মাইক্রোসফট পৃথিবীর অন্যতম বৃহৎ প্রযুক্তি নির্মাতা সংস্থা। পৃথিবীর সমস্ত দেশেই তার কর্মচারী রয়েছে। আর তাঁরা প্রত্যেকেই যে এই ঘোষণার সুফল পাবেন, সেকথা বলাই বাহুল্য। ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন স্থানে করোনা দুর্গত মানুষদের চিহ্নিত করতে বিশেষ পরিষেবা শুরু করেছে মাইক্রোসফট। সেইসঙ্গে লকডাউনের মধ্যে থেকেও কর্মসংস্কৃতি বজায় রাখতে ভিডিও কনফারেন্সে সমস্ত কাজের আয়োজন করেছে কম্পানি। কিন্তু তার ফলে পরিবারের স্বাভাবিক ছন্দ কোথাও ব্যাহত হচ্ছে না তো? সেদিকেও সজাগ দৃষ্টি রাখছে তারা। তাই দীর্ঘদিন পর বাড়ি ফিরে আসা ছেলেমেয়েরা একটু তাদের অভিভাবকদের সাহচর্য পেলে মন্দ কী? কিছুদিন পর নাহয় আবার নতুন উদ্যমে কাজ শুরু করা যাবে।

Latest News See More