দীর্ঘ ছ-বছর পর ট্রিটমেন্টে সাড়া দিচ্ছেন কিংবদন্তি মাইকেল শ্যুমাখার

২০১৩ সালের ২৯ ডিসেম্বর। ক্রীড়াপ্রেমীদের কাছে একটি অত্যন্ত দুঃখের দিন। এই দিনেই সাতটি বিশ্বখেতাব জয়ী কিংবদন্তি ফর্মুলা ওয়ান খেলোয়াড় মাইকেল শ্যুমাখার আল্পস পর্বতে স্কি করতে করতে মাথায় প্রচণ্ড চোট পেয়েছিলেন। দীর্ঘদিন তিনি পুরোপুরি কোমায় ছিলেন।

অবশেষে এল প্রত্যাশিত সুখবর। প্যারিসের জর্জেস পম্পিদ হাসপাতালে কার্ডিও ভাসকুলার সার্জেন ফিলিপ মেনাসের চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।

চোটের পর প্রথম কয়েকদিন বাড়িতে চিকিৎসার পর তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মাঝে মধ্যে অল্প-বিস্তর সাড়া দিলেও উল্লেখযোগ্য কোনও উন্নতি হচ্ছিল না শুমির। কিন্তু এবার তাঁর জ্ঞান ফিরেছে বলে জানাচ্ছে ফ্রান্সের একটি প্রধান সারির পত্রিকা।

শ্যুমাখারের দেখাশোনায় নিযুক্ত এক নার্স জানিয়েছেন, তিনি আগের থেকে এখন অনেকটা ভালো আছেন।

সবমিলিয়ে শ্যুমখার প্রায় ৯১টি গ্রাঁপি জিতেছিলেন। গোটা বিশ্বে শ্যুমির ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তার সুস্থ হওয়ার খবরের জন্য। তবে তিনি পুরোপুরি সুস্থ হয়ে কবে উঠবেন, তা এখনই বলা মুশকিল।

Latest News See More