গত সাত সপ্তাহে কোনো হত্যাকাণ্ড ঘটেনি মায়ামিতে, ষাট বছরে এই প্রথম

করোনা বিশ্বের অনেক ‘অভ্যাসেই’ বদল এনেছে। রোজকার ব্যস্ততা, গাড়ির আওয়াজ, ইদুর দৌড়— সব থেমে আছে। পরিবেশ নতুন করে প্রাণ পাচ্ছে। এমন অবস্থায় আরও একটি ভালো খবর শোনাল মায়ামি পুলিশ ডিপার্টমেন্ট। তাঁদের সাম্প্রতিক রেকর্ড অনুযায়ী, গত ছয়-সাত সপ্তাহে মায়ামি শহরে কোনো খুনের ঘটনা ঘটেনি! শুধু তাই নয়, বিগত প্রায় ষাট বছরে এমন ঘটনা এই প্রথম ঘটল!

শুধু মায়ামি নয়, আমেরিকার বেশ কিছু জায়গাতেই খুনের হার খানিক বেশি। পুলিশকে সেসব সামাল দিতে হিমশিম খেতে হয়। কিন্তু করোনা দাওয়াই সেসবেও থাবা বসিয়েছে। বাড়ির বাইরে বিশেষ কেউ বেরোচ্ছে না। সবারই প্রাণের ভয়। যদি করোনা বসে যায় শরীরে। সেইজন্য অভূতপূর্বভাবে অপরাধের ঘটনা কমতে থাকে। ফেব্রুয়ারির ১৭ তারিখ থেকে ১২ এপ্রিল— এই দীর্ঘ সময় একটাও খুনের ঘটনা ঘটেনি মায়ামিতে। ১৯৫৭ আর ১৯৬০ সালে এমন ঘটনা ঘটেছিল। তারপর, সেই সুখ সময় দেখার সৌভাগ্য হল এই বছর।

শুধু মায়ামি নয়, আমেরিকার অন্যান্য শহর ও রাজ্যগুলোতেও একই ছবি। সব জায়গায় শান্তি বিরাজ করছে। তবে এসব যে চিরন্তন নয়, সেটাও বিলক্ষণ জানেন পুলিশরা। তাও, এখান থেকেই দৃষ্টান্ত তুলে ধরতে চাইছেন তাঁরা। ইতিমধ্যেই করোনার জেরে আমেরিকা প্রায় শ্মশানের অবস্থা। সমস্ত কাজ প্রায় বন্ধ। তার মধ্যে এই খবর একটু অন্তত স্বস্তি দিক সবাইকে!

More From Author See More