Powered by Froala Editor
অবশেষে জল্পনার অবসান, পিএসজি-র সঙ্গে চুক্তিবদ্ধ হলেন লিও মেসি
১/৮
মাত্র কয়েকদিন আগের কথা। বার্সেলোনার সঙ্গে সম্পর্কছিন্ন করার কথা ঘোষণা করেছিলেন লিও মেসি। তারপর চোখের জলেই বিদায় জানিয়েছিলেন ক্যাম্প নিউকে। কিন্তু পরবর্তীতে কোন ক্লাবে আবার ঝলক দেখা যাবে তাঁর? এ প্রশ্নই ঘুরে ফিরে আসছিল বারবার। এবার ইতি পড়ল সেই জল্পনায়।
২/৮
এবার পিএসজি-র জার্সিতে ফুল ফোটাতে দেখা যাবে ফুটবল রাজপুত্রকে। কিছুক্ষণ আগেই খ্যাতনামা ফরাসি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন লিও মেসি। কিংবদন্তি ইতালিয় সাংবাদিক তথা ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিসিও রোমানো টুইট করে নিশ্চিত করেন মেসির ক্লাব-বদলের খবর। পাশাপাশি ফরাসি পত্রিকা লে’কিপেও প্রকাশিত হয় এই সংবাদ।
৩/৮
ফ্যাব্রিসিও জানাচ্ছেন, আগামী দু’বছরের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে মেসি ও পিএসজির মধ্য। সেইসঙ্গে হাতে আরও এক বছর সময় চেয়ে নিয়েছেন লিও মেসি। অর্থাৎ, ইচ্ছে করলে আরও এক বছর তিনি চুক্তি সম্প্রসারিত করবেন ফরাসি ক্লাবটির সঙ্গে। সবমিলিয়ে, চুক্তির মেয়াদ ২০২৪ সাল পর্যন্ত।
৪/৮
নতুন চুক্তি অনুযায়ী পিএসজি-তে প্রতি মরশুমে মেসির বেতন ধার্য করা হয়েছে ৩৫ মিলিয়ন ইউরো। যা বার্সেলোনার পুরনো বেতনের অর্ধেক। আশ্চর্যের বিষয় হল, এই একই বেতনে বার্সেলোনায় খেলতেও রাজি ছিলেন ফুটবল রাজপুত্র। কিন্তু, লা লিগার নিয়মের বেড়াজালে তাঁকে ছিন্ন করতে হয় ২১ বছরের পুরনো সম্পর্ক। তবে মূল বেতন ছাড়াও মেসির জন্য বাড়তি বোনাসের ব্যবস্থা রেখেছে ফরাসি ক্লাবটি।
৫/৮
তবে বার্সেলোনা ছাড়ার বহু আগে থেকেই, গুঞ্জন উঠেছিল ফুটবল মাঠে আবার দেখতে পাওয়া যাবে মেসি-নেইমার জুটিকে। তবে ছোটোখাটো বেশ কিছু জটিলতা যেন নিশ্চিত হতে দিচ্ছিল না এই খবর। সেই ইন্দ্রপতন হল সেই জল্পনায়। তবে এখনও পর্যন্ত পিএসজি’র অফিশিয়াল পেজ থেকে ঘোষিত হয়নি এই ‘সুসংবাদ’।
৬/৮
সম্প্রতি, একাধিক খ্যাতনামা খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করে বিশ্ববাসীর নজর কেড়েছে প্যারিসের ক্লাবটি। রিয়াল মাদ্রিদ থেকে কিছুদিন আগেই পিএসজিতে যোগ দিয়েছিলেন সের্জিও র্যা মোস। এবার মেসিকে দলে টেনে আরও আক্রমণ ধারালো করল প্যারিস সাঁ জাঁ।
৭/৮
গত দু’বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আশা জাগিয়েও ব্যর্থ হয়েছিল পিএসজি। ২০২০-র ফাইনালে পৌঁছে বায়ার্ন মিউনিখের কাছে বশ্যতা স্বীকার করতে হয়েছিল প্যারিসের ক্লাবটিকে। ২০২১-এ সেমিফাইনালেই পিএসজি আটকে যায় ম্যাঞ্চেস্টার সিটির কাছে। এবার মেসির আগমনে পিএসজি-র ইউসিএল-খরা কাটতে পারে বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।
৮/৮
রোমানোর দেওয়া তথ্য অনুযায়ী আজ বিকালেই প্যারিসে পৌঁছাবেন মেসি। কাল সকালেই হবে তাঁর মেডিক্যাল পরীক্ষা। তারপর চলতি সপ্তাহ থেকেই ক্লাবের বাকি খেলোয়াড়দের সঙ্গে যোগদান করবেন তিনি। নতুন ক্লাবে গিয়ে ভিন্ন ট্যাকটিক্স, নতুন সতীর্থদের সঙ্গে কতটা দ্রুত মানিয়ে নিতে পারেন মেসি— সেটা দেখার জন্যই মুখিয়ে রয়েছেন গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা…