২০১৮ সাল ইয়ুথ অলিম্পিক এবং কমওয়েলথ গেমসে রুপোর পদক এনে শ্যুটিং-এর জগতে সাড়া ফেলে দিয়েছিলেন এক বঙ্গতনয়া। হ্যাঁ, কথা হচ্ছে মেহুলি ঘোষকে নিয়েই। তবে চোটের কারণে বেশ খানিকটা ছন্দ হারিয়েছিলেন মেহুলি (Mehuli Ghosh)। সেইসঙ্গে লকডাউনের জেরে প্রভাব পড়েছিল অনুশীলনেও। এবার সমস্ত প্রতিবন্ধকতাকে কাটিয়ে দুরন্ত কামব্যাক করলেন বাংলার তরুণ তারকা। টানা তিনটি ট্রায়ালে (National Trial) ধারাবাহিকভাবে ছিনিয়ে আনলেন স্বর্ণপদক। জায়গা করে নিলেন ভারতের জাতীয় দলে।
আগামী মে মাসে রিও-ডি-জেনেইরো এবং বাকুতে আয়োজিত হবে শ্যুটিং-এর বিশ্বকাপ। তারই ট্রায়াল শুরু হয়েছিল বিগত মার্চ মাস থেকে। প্রথম ট্রায়ালে রৌপ্যপদকেই সন্তুষ্ট থাকতে হয়েছিল মেহুলিকে। পরবর্তী তিনটি ট্রায়ালেই নিজেকে চিরাচরিত ফর্মে মেলে ধরেন মেহুলি। ভোপালে আয়োজিত দ্বিতীয় ট্রায়ালে সোনা এনেছিলেন তিনি। এবার একই ঘটনার প্রত্যাবর্তন হল দিল্লির দুই ট্রায়ালেও। সবমিলিয়ে ভারতের জাতীয় শ্যুটিং দলের দ্বিতীয় স্থানে নিজের জায়গা পাকা করে নিলেন বঙ্গতনয়া।
রবিবার দিল্লির ডঃ কার্নি সিং শ্যুটিং রেঞ্জে আয়োজিত ১০-মিটার এয়ার রাইফেলের ফার্স্ট রাউন্ডে মেহুলির সংগ্রহ ছিল ২৬১.৯ পয়েন্ট। দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিলেন যথাক্রমে তিলোত্তমা সেন এবং অলিম্পিয়ান এলাভারিন ভালারিভান। প্রতিযোগিতার মূল পর্বে, নিজের সংগ্রহের পরিমাণ বাড়িয়ে ঝুলিতে ২৬২.৮ পয়েন্ট ভরেন মেহুলি। ২৬১.৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানেই খেলা শেষ করেন গুজরাটের এলাভারিন।
অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের কাছে দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়েছেন মেহুলি। সম্প্রতি লকডাউন পরবর্তী সময়ে হায়দ্রাবাদে শ্যুটার গগন নারাং-এর অ্যাকাডেমি ‘গান অফ গ্লোরি’-তে অনুশীলনের জন্য ভর্তি হন মেহুলি। সেখানেই চলছে তাঁর শ্যুটিং বিশ্বকাপের প্রস্তুতি। আগামী মে মাসে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় বড়ো সাফল্য পাবেন মেহুলি, তেমনটাই আশা করছেন শ্যুটিং জগতের প্রাক্তন তারকারা…
আরও পড়ুন
কেমন আছে উত্তমকুমারের ‘অমানুষ’-এর শ্যুটিং স্পট?
Powered by Froala Editor
আরও পড়ুন
প্যারালিম্পিক শ্যুটিং-এ স্বর্ণপদক, ইতিহাস গড়লেন রাজস্থানের অবনী