স্কটল্যান্ডের ১৩০০ বছরের প্রাচীন সমাধি থেকে উদ্ধার ১০টি কঙ্কাল

আমাদের এই পৃথিবীর কতটুকুই বা আমরা জানি? এই চেনা জগতের নিচেই চাপা পড়ে আছে কত না জানা ইতিহাস। মাঝে মাঝে ঐতিহাসিকদের গবেষণায় মাটির নিচ থেকে উঠে আসে তার নিদর্শন। ঠিক তেমনিভাবে মধ্যযুগের হারিয়ে যাওয়া ইতিহাস এসে হাজির হল স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গ শহরে।

স্কটল্যান্ড বলতেই অন্য অনেককিছুর সঙ্গে মনে আসে লেইথ বন্দরের কথা। আর এই বন্দর শহরের কাছেই সাউথ লেইথ পারিশ চার্চ। কয়েক বছর আগেই ঐতিহাসিকরা জানিয়েছিলেন, এই গির্জার আশেপাশেই লুকিয়ে আছে মধ্যযুগের ইতিহাস। কিন্তু কী সেই ইতিহাস বা আদৌ সেটা কত পুরনো, সে সম্বন্ধে কোনো ধারণাই তখন পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক খননকার্যে সন্ধান পাওয়া গেল অতি প্রাচীন একটি সমাধিক্ষেত্রের। আর তার মধ্যে থেকে পাওয়া গেল ১০টি মানুষের মৃতদেহ।

লেইথ শহরের প্রশাসনিক আধিকারিক ক্যামি ডে জানিয়েছেন গবেষক দলের বক্তব্য অনুযায়ী দেহগুলি আনুমানিক ১৩০০ থেকে ১৬৫০ বছর আগে সমাধিস্থ করা হয়েছে। এই মৃতদেহগুলি আরও ভালোভাবে বিশ্লেষণ করে দেখলে মধ্যযুগের ইতিহাসের অনেক অজানা তথ্যই জানা যেতে পারে। সেই সময় থেকেই লেইথ শহর অন্যতম উল্লেখযোগ্য একটি বন্দর। কিন্তু তার ইতিহাসের অনেকটাই কুয়াশায় আচ্ছন্ন। এবার হয়তো তার সন্ধান পাওয়া যাবে।

Powered by Froala Editor

আরও পড়ুন
দক্ষিণ ভারতের প্রাচীন সমাধিক্ষেত্র থেকে উদ্ধার শিশুর কঙ্কাল