নিজের দেশ সবার কাছেই খুব প্রিয় হয়। কেউই চায় না, বিদেশি কারোর কাছে দেশের নাম খারাপ হোক। একবার ভাবুন তো, বাইরে থেকে কেউ ঘুরতে এল ভারতে, অন্য আবহাওয়ায় এসেই বিগড়োল শরীর। ডাক্তার দেখাতে গেলে, ডাক্তার চেয়ে বসলেন মেডিক্যাল ভিসা, আর বিদেশি রোগী পড়লেন ফ্যাঁসাদে। এরকম পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্যই পদক্ষেপ নিল ভারত সরকার।
সম্প্রতি ইউনিয়ন অফ হোম মিনিস্ট্রি থেকে জানানো হয়েছে, বিদেশিদের আর আলাদা করে চিকিৎসা করানোর জন্য মেডিক্যাল ভিসার প্রয়োজন পড়বে না। কোনো ছোট অসুখ, যেটি আউটডোর ডিপার্টমেন্টেই দেখানো যায়, তার জন্য আলাদা করে ভিসার মানে হয় না – এমনই বক্তব্য সংশ্লিষ্ট দপ্তরের। ইনডোরেও ভর্তি থাকা যায়, কিন্তু সেটি ১৮০ দিনের কম হতে হবে এবং সাধারণ ভিসার সময়কালের মধ্যে হতে হবে। সাধারণ ভিসার সময় ফুরিয়ে গেলে, কোনোরকম চিকিৎসাই পাওয়া যাবে না।
একসময় পাশ্চাত্যের অনেকেরই ধারণা ছিল, ভারত নাকি রোগের ডিপো। এখনও কেউ কেউ সেই মত পোষণ করেন বইকি! মেডিক্যাল ভিসা সংক্রান্ত এই নিশ্চিন্ততা কি আরও পর্যটক আনতে সাহায্য করবে? তা সময়ই বলে দেবে।