দ্রুত বিবর্তিত হচ্ছে মানুষ, এক শতাব্দীর মধ্যেই আসবে পরিবর্তন!

মাতৃগর্ভস্থ অবস্থায় ভ্রূণের বিকাশের একেবারে প্রাথমিক স্তরেই জন্ম নেয় মধ্যম ধমনী। হাতের একেবারে মধ্যভাগ দিয়ে প্রবাহিত এই ধমনী রক্ত সঞ্চালন করে ভাস্কুলার টিস্যুতে। তবে মাতৃগর্ভস্থ অবস্থায় শিশুর বয়স ৮ থেকে ১০ সপ্তাহ হলেই, ধীরে ধীরে কাজ বন্ধ করে দেয় এই বিশেষ ধমনীটি। ততদিনে অবশ্য তৈরি হয়ে যায় অন্যান্য রক্তজালিকা। তবে চিরাচরিত এই রীতিই এবার বদলে যাচ্ছে ক্রমশ। নির্ধারিত সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর এমনকি প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যেও বাড়ছে মধ্যম ধমনীর উপস্থিতি। সম্প্রতি, এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন গবেষকরা। যা বিবর্তনের প্রমাণ ছাড়া আর কিছুই নয়।

বেশ কয়েক বছর আগেই মানবদেহে ধমনীর বিস্তার নিয়ে কাজ শুরু করেছিলেন অ্যাডিলেড এবং ফ্লিন্ডার্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সংরক্ষিত মৃতদেহের ব্যবচ্ছেদের মাধ্যমে ধমনীর বিস্তারিত গঠন এবং মানবদেহের সামগ্রিক অ্যানাটমি পরীক্ষা করাই ছিল মূল লক্ষ্য। আর সেই গবেষণা করতে গিয়েই তাঁদের চোখে পড়ে এক অদ্ভুত পরিসংখ্যান। ১৮৮০-র দশকে যেখানে মাত্র ১০ শতাংশ মানুষের ক্ষেত্রে মধ্যম ধমনীর উপস্থিতি নজরে আসত, তা বিশ শতকের ক্ষেত্রে হয়ে দাঁড়িয়েছে প্রায় ৩০ শতাংশ। বিবর্তনবাদের দিক থেকে দেখতে গেলে স্বল্প সময়ের মধ্যে এই পরিবর্তন ব্যাপকমাত্রারই। 

ফ্লিন্ডার্স বিশ্ববিদ্যালয়ের শরীরবিদ তেঘান লুকার জানাচ্ছেন, রেডিয়াল এবং আলনার ধমনীর পাশাপাশি মধ্যম ধমনী কাজ চালিয়ে গেলে প্রাপ্তবয়স্কদের হাতে সাধারণের থেকে রক্ত চলাচলের হার যথেষ্ট বেশি হয়। তাতে হাত এবং আঙুল আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু একইভাবে দেখা দেয় কার্পাল টানেল সিনড্রোম। যার ফলে, হাত ব্যবহারের অনীহা আসতে পারে মানুষের মধ্যে।

লুকাস জানাচ্ছেন, এই ঘটনা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বিবর্তনের গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে রয়েছি আমরা। যে কারণে ধমনীর জিন চরিত্র বদলাচ্ছে দ্রুত গতিতে। আর বিবর্তনের এই ধারা যদি একইভাবে বজায় থাকে তবে ২১০০ সালের মধ্যে অধিকাংশ মানুষের দেহেই লক্ষ্য করা যাবে মধ্যম ধমনীর উপস্থিতি।

আরও পড়ুন
৪২০ মিলিয়ন বছর ধরে থমকে বিবর্তন, সমুদ্রগর্ভে হদিশ প্রাগৈতিহাসিক মাছের

তবে শুধু মধ্যম ধমনীই নয়, সাম্প্রতিক সময়ে অনেক শিশুর ক্ষেত্রেই উঠছে না আক্কেল দাঁত। অর্থাৎ, মানুষের চোয়ালের আয়তন কমছে ক্রমশ। এমনকি ইদানীং অনেক শিশু জন্মাচ্ছে বাড়তি হাড় নিয়ে। ফলত, এক শতকের মধ্যেই মানুষের সার্বিক দেহ-গঠনে যে বড়োসড়ো বদল আসবে— তা একপ্রকার নিশ্চিত করে দিচ্ছেন গবেষকরা…

আরও পড়ুন
ডিএনএ ব্লকের শৃঙ্খলসজ্জার পরিবর্তনেই জন্ম নেয় নতুন জিন, বিবর্তনের রহস্যভেদ বিজ্ঞানীদের

Powered by Froala Editor

আরও পড়ুন
বদলাচ্ছে কর্মক্ষেত্রের সম্পূর্ণ ধারণাই, তাল মিলিয়ে বিবর্তন দরকার শিক্ষাব্যবস্থারও

Latest News See More