ইঞ্জিনিয়ারিং পড়তে দ্বাদশ শ্রেণিতে বাধ্যতামূলক নয় অঙ্ক-পদার্থবিদ্যা!

কারিগরি শিক্ষায় ভর্তির জন্য আর দ্বাদশ স্তরে অঙ্ক বা পদার্থবিদ্যা বাধ্যতামূলক নয়। অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন থেকে সম্প্রতি জানানো হল তেমনই। আর এই সিদ্ধান্তকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। এআইসিটিই-র তরফ থেকে অবশ্য জানানো হয়েছে, ঐচ্ছিক বিষয় হিসাবে অঙ্ক, পদার্থবিদ্যা বা রসায়ন থাকতেই পারে। কিন্তু কোনো নির্দিষ্ট বিষয়কে বাধ্যতামূলক করা হবে না। বিজ্ঞান বিভাগের ১৪টি বিষয়ের যেকোনো তিনটি বিষয় নিয়ে পাশ করলেই ভর্তি হওয়া যাবে বিই কিংবা বিটেক-এ।

এনআইটি গুয়াহাটির অধ্যাপক মৃগাঙ্কশেখর মান্না বলছেন, “কেন্দ্রীয় সংস্থা কী ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে আমার জানা নেই। তবে আমার কাছে বিষয়টা বেশ অদ্ভুত লাগছে।” তিনি জানালেন, “দ্বাদশ স্তরে অঙ্ক এবং পদার্থবিদ্যা বাধ্যতামূলক হওয়ার পরেও আমাদের এই দুই বিষয়ের জন্য কোর্স করাতে হয়। সেখানে দুই বিষয়ে কোনো ভিত ছাড়াই পড়ুয়ারা ভর্তি হলে তাদের কীভাবে তৈরি করা যাবে আমি জানি না।” অঙ্ক এবং পদার্থবিদ্যাকেই বিজ্ঞানশিক্ষার মূল বলে মনে করেন সমস্ত বিষয়ের শিক্ষক-শিক্ষিকাই। তবে মূল ধারার বিজ্ঞানের বাইরে বেরিয়ে বেরিয়ে অন্য ধারার বিষয়কে উৎসাহ দিতেই দ্বাদশ স্তরে নানা বিষয় পড়ানো হয় এখন।

অধ্যাপক মান্না বলছেন, “বিজ্ঞানের কোনো শাখাই অঙ্ক না জানলে বোঝা যায় না। অন্য ধারার বিজ্ঞানকে উৎসাহ দিতে গেলে আরও আগে থেকে অঙ্কের ভিত তৈরি করতে হবে।” এআইসিটিই-র ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য পাঠানো নির্দেশিকায় জানানো হয়েছে, ১৪ টি বিষয়ের মধ্যে যেকোনো তিনটিতে নূন্যতম ৪৫ শতাংশ নম্বর থাকলে তবেই ইঞ্জিনিয়ারিং-এ ভর্তি হওয়া যাবে। সংরক্ষণের আওতায় থাকা পড়ুয়াদের জন্য ৪০ শতাংশ নম্বর আবশ্যক। তবে প্রবেশিকা পরীক্ষার ক্ষেত্রে কীধরণের প্রশ্নপত্র হবে, তা এখনও জানানো হয়নি। সব মিলিয়ে তাই নতুন শিক্ষানীতি কেমন হতে চলেছে, সেটাই বুঝতে চাইছেন শিক্ষক-শিক্ষিকারা।

Powered by Froala Editor

আরও পড়ুন
শুধু ইংরাজি নয়, এবার বাংলাতেও ইঞ্জিনিয়ারিং ও পলিটেকনিকের বই; শুরু অনুবাদ কর্মসূচি