পাকিস্তান থেকে ঝাঁকে ঝাঁকে আক্রমণ পঙ্গপালের, ক্ষতির সম্মুখীন গুজরাট

আবারও ভারতের সীমান্তে প্রবল হামলা। পাকিস্তান সীমান্ত-সংলগ্ন গুজরাটের বিস্তীর্ণ অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলা কোনও জঙ্গি হামলা নয়। কোনও বোমা, বা গুলিও পাওয়া যায়নি। বরং পাওয়া গেছে লাখো পঙ্গপাল। আর এদের ‘আক্রমণেই’ বিপর্যস্ত বাসিন্দারা।

গত তিরিশ বছরে এমন মারাত্মক পোকার আক্রমণ দেখেনি গুজরাট। সব কিছুর মূলে ‘লোকাস্ট’। পঙ্গপালের একটি প্রজাতি। বেশ কিছুদিন আগেই রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি বিভাগ এই আক্রমণ সম্পর্কে ঘোষণা করেছিল। সেই ঘোষণা অনুযায়ী, পাকিস্তান এবং ভারতে এই ঘটনা হতে পারে। কিন্তু সেই সতর্কতা খুব একটা কাজে এল না। পাকিস্তানের একটা বিস্তীর্ণ অঞ্চলের ফসল নষ্ট করে লোকাস্টরা। যার প্রভাব এসে পড়েছে গুজরাটের সীমান্তবর্তী এলাকায়। বিশেষ করে বনসকণ্ঠ, পাটান, কচ্ছ— এই সমস্ত অঞ্চলে উপদ্রব সবচেয়ে বেশি।

এখনও অবধি ফসলেরও ক্ষতি হয়েছে বিস্তর। নষ্ট হয়েছে আলু, তুলো, জিরে-সহ অন্যান্য ফসল। সরকারের তরফ থেকে ক্ষতিপূরণেরও আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু কতটা এখনও ক্ষতিগ্রস্ত হওয়া বাকি আছে, সেটাই দেখার অপেক্ষায় সবাই।

Latest News See More