ধরা দিল ব্রহ্মাণ্ডের সবথেকে পুরনো ব্ল্যাকহোল, আশ্চর্য চরিত্রে অবাক বিজ্ঞানীরাও

ব্রহ্মাণ্ডের কাছে আমাদের জানার পরিধি কত তুচ্ছ, তা যেন বুঝিয়ে দিল আরও একটা আবিষ্কার। ভেঙে গেল প্রচলিত সমস্ত মহাকাশবিজ্ঞানের ধারণাও। সম্প্রতি বিজ্ঞানীরা খুঁজে পেলেন মহাশূন্যের প্রাচীনতম কৃষ্ণগহ্বর। যার ভর আনুমানিক সূর্যের ভরের ১৪২ গুণ। বয়স মহাবিশ্বের প্রায় অর্ধেক অর্থাৎ ৬০০ কোটি বছরেরও বেশি।

গত মে মাসে ইউরোপের লিগো এবং ভার্গো গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেক্টরে ধরা পড়েছে এই ব্ল্যাকহোলের অস্তিত্ব। বিজ্ঞানীদের নজরে আসার পরই সাড়া পড়ে যায়। কৃষ্ণগহ্বরটির চরিত্র বোঝার জন্য শুরু হয় গবেষণা। জড়িয়ে ছিলেন প্রায় ১৫০০ জন মহাকাশবিজ্ঞানী। ছিলেন মহারাষ্ট্রের এক তরুণ অ্যাস্ট্রোফিজিসিস্ট ডঃ করণ জানি। এই ব্ল্যাকহোলটিকে জিডব্লু১৯০৫২১ নামে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা।

কিন্তু এই কৃষ্ণগহ্বরের বিশেষত্ব কী? সাধারণত ইন্টারমিডিয়েট ব্ল্যাকহোলের ভর হয় সূর্যের ভরের ১০০০ গুণ। অন্যদিকে স্টেলার ব্ল্যাকহোলের ভর হয় সূর্যের ১০ গুণ। কিন্তু এর মাঝামাঝি ভরের কোনো ব্ল্যাকহোলের অস্তিত্ব রয়েছে বলে বিজ্ঞানীদের ধারণা ছিল না এতদিন। শুধুমাত্র তাত্বিক ব্যাখ্যাতেই তা পাওয়ার সম্ভাবনা ছিল। এবার ভেঙে গেল সেই প্রাচীর। অন্যদিকে এতদিন বিজ্ঞানীদের বিশ্বাস ছিল দুটি নক্ষত্রের সংঘর্ষে কিংবা বড়ো নক্ষত্রের জ্বালানি ফুরিয়ে এলে বিস্ফোরণের মাধ্যমে তৈরি হয় ব্ল্যাক হোলের। তবে এই ব্ল্যাকহোলটি দুটি আলাদা আলাদা ব্ল্যাকহোলের সমষ্টির মাধ্যমে তৈরি হয়েছে। যে দুটির ভর যথাক্রমে সূর্যের ভরের ৬৬ গুণ এবং ৮৫ গুণ।

প্রথমে বিজ্ঞানীদের ডিটেক্টরে ধরা পড়েছিল একটি শক্তিশালী মার্ধাকর্ষীয় তরঙ্গ। যার শক্তি সূর্যের থেকেও প্রায় ৮ গুণ বেশি। ১৭০০ কোটি আলোকবর্ষ দূরে থাকা এই ব্ল্যাকহোলের এই বিপুল প্রভাব অবাক করে দিয়েছে বিজ্ঞানীদের। তাঁদের ধারণা এই ব্ল্যাকহোলটির তৈরির সময় সূর্যের ৮ গুণ ভরের সমপরিমাণ শক্তি নির্গত হয়েছিল। বিগ-ব্যাং এর পরে এই ধরণের ব্যাপক শক্তিশালী বিস্ফোরণ মহাবিশ্বে সম্ভবত এটাই।

আরও পড়ুন
ব্ল্যাক হোলের সঙ্গে সাদৃশ্য রয়েছে এই ধাতুর, যুগান্তকারী আবিষ্কার পদার্থবিজ্ঞানের জগতে

তবে এখানেও শেষ নয়। ছোট দুটি ব্ল্যাকহোলের চরিত্র পরীক্ষার মাধ্যমেও বিজ্ঞানীরা পেয়েছেন চাঞ্চল্যকর তথ্য। ওই কৃষ্ণগহ্বরগুলিও তৈরি হয়েছে আরও ছোটো ছোটো ব্ল্যাকহোলের সমাহারে। অনেকটা সিরিজের মতোই। যার ক্ষুদ্রতম ব্ল্যাকহোলটির আয়তন হয়তো খুব বেশি হলে একটি জারের মতো। মহাকাশ গবেষণার একটা দিগন্ত যে খুলে গেল এই আবিষ্কারে, তাতে সন্দেহ নেই কোনো। এই নতুন আবিষ্কার থেকেই সামনে আসবে বহু অজানা তথ্য, সে ব্যাপারে আশাবাদী বিজ্ঞানীরা...

আরও পড়ুন
ব্ল্যাক হোল থেকে আপনাআপনি বেরিয়ে আসছে 'আলো'! অবাক বিজ্ঞানীরা

Powered by Froala Editor

আরও পড়ুন
দূরত্ব মাত্র ১০০০ আলোকবর্ষ, পৃথিবীর নিকটতম ব্ল্যাক হোলের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Latest News See More