এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, ভারতই শুধু আন্দোলনে নেই। আন্দোলন ছড়িয়েছে আমেরিকাতেও। তবে ওখানে এনআরসি-সিএএ নয়, প্রতিবাদের বিষয় পরিবেশ। দূষণের বিরুদ্ধে আমেরিকার ক্যাপিটল হিলে রাস্তায় নেমেছিলেন সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি। আর সেখানেই আওয়াজ হয়ে উঠলেন রবীন্দ্রনাথ!
ফায়ার ড্রিল ফ্রাইডে আয়োজিত এই আন্দোলনে মার্কিন অভিনেতা মার্টিন শিনই বেছে নিলেন রবীন্দ্রনাথকে। তাঁর কণ্ঠেই শোনা যায় ‘হোয়ার দ্য মাইন্ড ইজ উইদআউট ফিয়ার’। অবশ্য তার কিছুক্ষণ পরেই গ্রেফতার করা হয় এই এমি জয়ী অভিনেতাকে। শুধু মার্টিন শিনই নন, এই আন্দোলনে অংশ নেওয়ার জন্য আরও ১৪৭ জনকে গ্রেফতার করা হয়। যার মধ্যে আছেন অভিনেতা জোয়াকিম ফিনিক্সও। অথচ তাঁরা প্রত্যেকেই পরিবেশ দূষণের বিরুদ্ধে পথে নেমেছিলেন। তাঁদের মূল ইস্যুই ছিল ‘ক্লাইমেট চেঞ্জ’। আর তাতেই গ্রেফতার করা হল এই ১৪৭ জনকে।
যে ব্যাপক ভাবে জলবায়ু বদল হচ্ছে, পরিবেশ ধ্বংস হচ্ছে, তাতে ভবিষ্যতে যে চূড়ান্ত খারাপ সময় আসতে চলেছে সেই কথাটাই জোর দিয়ে বলছেন সবাই। কিন্তু বিশ্বের শক্তিধর রাষ্ট্রনায়করা যে সেরকম উদ্যোগ নিচ্ছেন না, নানা ঘটনায় সেটা স্পষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পও সেই দলে পড়ছেন। তাই আমেরিকা তো বটেই, বিশ্বের অন্যান্য জায়গাতেও শুরু হয়েছে পরিবেশ বাঁচানোর আন্দোলন। তারই অংশ হিসেবে ক্যাপিটল হিলে এই প্রতিবাদ সভা আয়োজিত হয়। তবে যেভাবে জোয়াকিম ফিনিক্স, মার্টিন শিনদের গ্রেফতার করা হয়, তাতে ট্রাম্প প্রশাসনের মনোভাব যে এতটুকুও বদলায়নি, তা বলাই বাহুল্য।