বিশ্ব উষ্ণায়নে নাজেহাল গোটা বিশ্ব। কোথাও খরা তো কোথাও প্রবল বন্যা। আর সেই খরা কাটাতে দেওয়া হল ব্যাঙেদের বিয়ে! শুধু তাই নয়, বিয়ের দুমাস পর হয়ে গেল তাদের ডিভোর্সও। অবাক হলেও এমন ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে।
এলাকাবাসীদের কথা অনুযায়ী, এ-বছর জুলাইয়ের প্রথম দিকে বৃষ্টি খুব কম হচ্ছিল। তাই বৃষ্টির আশায় ১৯শে জুলাই দুটি ব্যাঙকে ঘটা করে বিয়ে দেওয়া হয়। কিন্তু সেপ্টেম্বর মাসে প্রবল বৃষ্টির কারণে এলাকার লোকজন ব্যাঙ দুটির মধ্যে ডিভোর্স দিয়ে দেয়।
আশ্চর্য হলেও এ-ঘটনা সত্যি। এ বছর ১১ই সেপ্টেম্বর মধ্যপ্রদেশে স্বাভাবিকের থেকে ২৬ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। গত রোববার, তেরো বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সেখানে।
ইতিমধ্যে ভোপালের কোলার বাঁধের গেট খুলে দেওয়া হয়েছে। এ কারণে নীচু এলাকাগুলিতে প্রবল বন্যা হয়েছে। অবশেষে পরিস্থিতি বদলাবার আশায় ইন্দ্রপুরী এলাকার ওম শিব সেবা শক্তি মন্ডলের সদস্যরা ব্যাঙ দুটির ডিভোর্স দিয়ে দেয়।
রীতিমতো মন্ত্র পড়ে, ব্যাঙ দুটিকে আলাদা করে দেওয়া হয়। তাঁদের বিশ্বাস, এতে ভোপালবাসীরা বৃষ্টির হাত থেকে রক্ষা পাবেন।
বিয়ের পর নৈতিক রীতিনীতি মেনে ডিভোর্স হয়ে যাওয়া আধুনিক মনুষ্য সমাজে খুবই স্বাভাবিক। কিন্তু বৃষ্টির আশায় ব্যাঙেদের বিয়ে দেওয়া আদৌ আধুনিকতার লক্ষণ কিনা, তার উত্তর বোধহয় আমাদের সবারই জানা।
ছবি ঋণ - scoopwhoop.com