নিজের প্রচেষ্টায় ৩০০ একর জুড়ে বনাঞ্চল তৈরি করেছেন এই ব্যক্তি

যত দিন যাচ্ছে, পরিবেশের অবস্থা আরও বেশি শোচনীয় হচ্ছে। জাতীয়, আন্তর্জাতিক সমস্ত স্তর থেকে বার্তা আসছে পরিবেশ বাঁচানোর। কিন্তু তাও আমাজনের মতো ঘটনার সংখ্যা কমানো যাচ্ছে না। তাহলে কি আশা একেবারেই নেই? মণিপুরের মোইরাংথেম লোইয়া সে সমস্ত কিছুই মনে করেন না। তাই নিজেই উদ্যোগ নিয়ে, প্রায় একার চেষ্টায় ৩০০ একর জঙ্গল তৈরি করেছেন!

মণিপুরের সেনাপতি জেলা এমনিতে বেশ সবুজই ছিল। সেখানের কৌব্রু চূড়ায় ছোটবেলায় মাঝে মাঝেই যেতেন লোইয়া। একসময় পড়াশোনার জন্য বাইরে চলে যান। যখন ফিরে আসেন, তখন চিত্রটা বদলে গেছে। সেই সবুজে ভরা জায়গা এক নিমেষে বদলে গেছে। ততদিনে অবশ্য মেডিক্যাল রিপ্রেসেন্টেটিভ হিসেবে কাজও শুরু করে দিয়েছিলেন। ছেড়ে দিলেন সেই কাজ। মারু লাংগোল পাহাড়ের কাছে একটি জায়গায় গাছ লাগানোর কাজ শুরু করেন লোইয়া। তারপর, দীর্ঘ ছয় বছরের নিরলস প্রচেষ্টা। প্রায় ৩০০ একর জায়গা জুড়ে তৈরি হয় সবুজের মেলা। উন্নয়নের গুঁতোয় যখন এক এক করে হারিয়ে যাচ্ছে বনাঞ্চল, তখন লোইয়ার মতো মানুষদের এই প্রচেষ্টা এখনও আশা জাগিয়ে রাখছে।

Latest News See More