বায়ার্নের কাছে হারের পর বার্সা ছাড়তে চলেছেন মেসি? দলে পেতে মরিয়া পেপ গুয়ার্দিওলা

এবছর উয়েফা চ্যাম্পিয়ন লীগ একের পর এক অঘটন ঘটিয়েই চলেছে। আর যার জেরে ওলটপালট হয়ে যাচ্ছে ইউরোপের ক্লাবগুলির সমীকরণ। লীগ থেকে ছিটকে গিয়ে ইউরোপের তাবড় ফুটবল ক্লাবগুলি এখন থেকেই শুরু করেছে নতুন করে দল গোছানোর পরিকল্পনা। সেই সূত্রেই ফুটবল মহলে জল্পনা শুরু হয়েছে এবার ইংল্যান্ডে যেতে চলেছেন লিও মেসি।

দু’বছর আগে যে রিয়াল মাদ্রিদ উয়েফা জয়ের হ্যাট্রিক করেছিল। এই বছর সেই মাদ্রিদই খানিকটা নিষ্প্রভ হয়ে নকআউট পর্বের দুটি ম্যাচেই ২-১এ বশ্যতা স্বীকার করেছিল ম্যাচেস্টার সিটির কাছে। রাউন্ড অফ সিক্সটিনেই এই বড়ো জয়ের পরেই কোয়ার্টার ফাইনালে লিয়ঁর কাছে ৩-১ এ হার খানিকটা জল ঢেলে দিয়েছিল সেই আত্মবিশ্বাসে। বিলিয়ন পাউন্ডের টিম মুখ থুবড়ে পড়েছিল ফ্রান্সের ফ্রান্সের এই অনামী ক্লাবের সামনে। 

চ্যাম্পিয়ন্স লীগে এই লজ্জার হারের পরেই নড়েচড়ে বসেছে ক্লাব কর্তৃপক্ষ। পাশাপাশি কোচ পেপ গুয়ার্দিওলাও শুরু করেছেন নতুন করে ঘুঁটি সাজানো। ইংল্যান্ডের এই ক্লাবে নিয়ে আসতে মরিয়া তাঁর বার্সেলোনার ‘ফেভারিট ওয়ান’-কে। তার জন্য যে কোনো মূল্য দিতেই রাজি ক্লাব কর্তৃপক্ষও। যদিও লিও মেসি এখনও ক্যাতালন ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ। ফুটবল রাজপুত্র রাজি থাকলে ৭০০ মিলিয়ন ইউরোর বিপুল অর্থ ব্যয় করতে তৈরি ম্যাঞ্চেস্টার সিটি।

অন্যদিকে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে পর্যুদস্ত হওয়ার পর বার্সেলোনার ফুটবলারদের একাংশ জ্বলছেন ক্ষোভে। কাঠগড়ায় কোচ সোতিয়েনের ভুল স্ট্র্যাটেজি। অফ ফর্মে থাকা ভিদালকে নব্বই মিনিট মাঠে রাখার জন্য ক্ষুব্ধ মেসি-সহ দলের একাংশ। পাশাপাশি দীর্ঘদিন ধরেই নেইমারকে বার্সেলোনা না ফিরিয়ে এনে গ্রিজম্যানকে কেনায় তাঁর সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছিল সোতিয়েনের। চ্যাম্পিয়ন্স লীগে বড়ো হারের পর বেড়েছে সেই ফাটলই। মেসি নিজেও বার্সেলোনার সঙ্গে চুক্তিবৃদ্ধি করতে চাইছেন না। যদিও ম্যাঞ্চেস্টার সিটিতে যাওয়ার ব্যাপারে এখনও মুখ খোলেননি আর্জেন্টিনার তারকা ফুটবলার। তবে স্পেনের দুই সংবাদপত্র সেই সম্ভাবনাকেই উসকে দিচ্ছে প্রবলভাবে। তবে সিটি একা নয়, মেসিকে দলে টানার দৌড়ে রয়েছে পিএসজি এবং ইন্টারমিলানের নামও... 

আরও পড়ুন
বায়ার্নের টিমগেমের কাছে পর্যুদস্ত বার্সেলোনা; স্ট্র্যাটেজি এবং মেসি-নির্ভরতাই ডেকে আনল বিপদ

Powered by Froala Editor