সাদা-কালো ডোরাকাটা পোশাকে মাতৃহারা জেব্রাকে লালন করছেন কর্মীরা

‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে’। সভ্য সমাজ হোক বা জঙ্গল, শিশুরা তাদের মায়ের কাছেই সবথেকে বেশি ভরসার জায়গা পায়। সেখানেই তার সুখ। কিন্তু এই জেব্রাটি সদ্য তার মা-কে হারিয়েছে। আর সেই দৃশ্য থেকে কিছুতেই বেরোতে পারছে না সে। ছোট্ট জেব্রার এমন কষ্টে ভরসা হয়ে দাঁড়ালেন আরেক ‘জেব্রা’। ঠিক জেব্রা নয়, জেব্রার পোশাক পরা এক মানুষ! আর এমনই ছবি ভাইরাল হল নেট দুনিয়ায়।

কেনিয়ার পূর্ব সাভো ন্যাশনাল পার্কেই বাবা আর মা’র সঙ্গে থাকত দিরিয়া নামের এই ছোট্ট জেব্রাটি। আফ্রিকার ওই পরিবেশে বড়ো হওয়া, তার ওপর জেব্রার মতো নিরীহ প্রাণী— চারিদিকে ভয় যেন ওঁত পেতে ছিল। এমন অবস্থাতেই মারা গিয়েছিল দিরিয়ার বাবা। ফলে মা’র সঙ্গেই বেড়ে উঠছিল সে। কিন্তু একদিন পার্কের ভেতরেই একদল সিংহের খপ্পরে পড়ে ওরা। চোখের সামনে নিজের মা’কে মারা যেতে দেখে ছোট্ট দিরিয়া। একদল ছাগলের দলে মিশে যাওয়ায় সে প্রাণে বেঁচে যায়। কিন্তু চিরদিনের মতো ভরসার কোল হারিয়ে ফেলে সে… 

ঘটনাচক্রে ওই ছাগলের দলটি যে খামারের, তার মালিক জেব্রাটিকে উদ্ধার করে নিয়ে যান শেলড্রিক ওয়াইল্ডলাইফ ট্রাস্টে। সেখানেই দিরিয়ার সমস্ত দেখাশোনার দায়িত্ব নেওয়া হয়। তার বড়ো হওয়ায় যাতে কোনোরকম ক্ষতি না হয়, সেটাই নিশ্চিত করার চেষ্টা করেছেন তাঁরা। কিন্তু কিছুতেই দিরিয়ার মন ভালো হয় না। মা’র চলে যাওয়া তার মনের ওপর স্থায়ী প্রভাব ফেলেছে। তাই কাউকে বিশ্বাস করতে পারছে না… 

অন্ধকার যতই গাঢ় হোক, শেষে কোথাও একটু হলেও আলো থাকবে। দিরিয়ার ক্ষেত্রেও তাই হল। ট্রাস্টের কর্মীরা ঠিক করলেন, যখনই দিরিয়ার কাছে যাবেন, তখনই জেব্রার মতো সাদা-কালো ডোরাকাটা পোশাক পরে যাবেন। এবং তাতেই মিলল ফল! দিরিয়ার ভরসা একটু একটু করে ফিরে এল। তার মনে হল, এও তো তার মতোই আরেকজন! এভাবেই আজও তার পরিচর্যা চলছে। সেও বেড়ে উঠছে যত্নে। ভয়ও কেটেছে তার। মা’র কথা মনে পড়ে কি? হয়ত পড়ে? ওই যে, ‘শিশুরা মাতৃক্রোড়ে’… 

আরও পড়ুন
একমাসে মৃত ৩০টি হাতি, ভারতের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রাণীসুরক্ষা কর্মীরা

Powered by Froala Editor

আরও পড়ুন
বিলুপ্তির পথে কচ্ছপ ও কাছিমের অধিকাংশ প্রজাতি, চিন্তিত প্রাণীবিদরা

Latest News See More