জড়িয়ে মৃত্যুভয়, ৩০ বছর ধরে কনের পোশাকেই আছেন এই ব্যক্তি

কুসংস্কার থেকে আজও মুক্তি পায়নি মানুষ। বিজ্ঞানের উন্নতি সাধনের পাশাপাশি এখনও বহু মানুষের মধ্যে রয়ে গেছে প্রবল অন্ধ বিশ্বাস। আর সেই বিশ্বাস থেকেই চিন্তাহরন চৌহান নামের উত্তরপ্রদেশের এক শ্রমিক গত তিরিশ বছর ধরে কনের পোশাক পরে চলাফেরা করেন।

কিন্তু তাঁর এই স্বভাবের পেছনে রয়েছে একটি দুঃখজনক ঘটনা। মৃত্যুভয় থেকেই তাঁর এই আচরণ বলে জানা গেছে। চিন্তাহরণ কয়েক বছরের মধ্যে  ১৪ জন মানুষকে হারান। তাঁরা সকলেই তাঁর খুব কাছের মানুষ ছিল। এরপর থেকেই তিনি কনের পোশাকে নিজেকে ঢেকে রাখেন।

খুব অল্প বয়সে বিয়ে হবার পর তার প্রথম স্ত্রী কিছু দিনের মধ্যেই মারা যান। দীর্ঘ সাত বছর পর তিনি দ্বিতীয়বার বিয়ে করেন। চাকরির কারণে এই স্ত্রীকে একলা রেখে তিনি দিনাজপুর চলে যান। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তার স্ত্রী একা থাকতে না পেরে আত্মহত্যা করেন। এর কিছু মাস পরে তার পরিবার থেকে পুনরায় বিয়ে করার চাপ দেওয়া হয়।

কিন্তু মৃত্যু তাঁর জীবন থেকে সরে যায়নি। এই ঘটনার পরও চিন্তাহরণ তাঁর বাবা রাম জীবন, বড় ভাই ছোটু ও তাঁর স্ত্রী ইন্দ্রাবতী এবং তাঁদের সন্তানদের হারান। মারা যান তাঁর নিকটের আরও অনেক আত্মীয়। দুঃখের ভার সইতে না পেরে তিনি একরকমের অন্ধবিশ্বাসে ভুগতে শুরু করেন। তাঁর মনে হয়েছিল, তিনি প্রত্যেকদিন রাতে তাঁর দ্বিতীয় স্ত্রীকে স্বপ্নে দেখতে পান। আর সেই স্বপ্নে দেখেই তাঁর এ-ধরণের সাজপোশাক পরতে শুরু করা। ৬৬ বছর বয়সেও তিনি শাড়ি, হাতে চুড়ি পরে ঘুরে বেড়ান। তাঁর বিশ্বাস, এই পোশাক পরে থাকলে তার প্রিয় মানুষরা মৃত্যুর হাত থেকে বেঁচে যাবেন।

এসব ঘটনার কোনো ব্যাখ্যা হয় না। শিক্ষার আলো এখনও যে বহু মানুষকে পুরোপুরি জাগিয়ে তোলেনি তার উদাহরণ এই ঘটনা। বরং বাস্তবকে মেনে নিয়ে মানুষকে বিজ্ঞান সচেতন করাই সমাজের এখন আরেক লড়াই।