ক্রিসমাসের শুভেচ্ছা পৌঁছে দিতে ৭৯ মাইল সাইকেল চালালেন লন্ডনের যুবক

ছবিতে দেখা যাচ্ছে লন্ডন শহরের একটি মানচিত্র। জিপিএস-এর দৌলতে স্মার্টফোন বা কম্পিউটারে যে ধরনের মানচিত্র দেখতে আমরা অভ্যস্ত। তার উপর দিয়ে নানা রাস্তা, নানা অলিগলি দিয়ে ঘুরে চলেছে একটি একটি হলুদ দাগ। আর সেই দাগটি দিয়ে স্পষ্ট লেখা, ‘মেরি ক্রিসমাস’। ডিসেম্বর তো শেষ হয়েই এল। এমন সময় সামাজিক মাধ্যমের দৌলতে ভাইরাল হয়ে উঠেছে এই ছবি। হঠাৎ করে সাধারণ একটা ছবি মনে হলেও আসলে এর সঙ্গে মিশে আছে অনেকটা পরিশ্রম আর পরিকল্পনা। হলুদ দাগটি মনের কল্পনায় আঁকা হয়নি। আঁকা হয়েছে জিপিএস লাইভ ট্র্যাকিং-এর মাধ্যমে। অর্থাৎ পুরো রাস্তাটা ঘুরতে হয়েছে শিল্পীকে। আর এই সফরের সঙ্গী বলতে শুধু একটি সাইকেল।

লন্ডন শহরের শিল্পী অ্যান্টনি হয়তি। এর আগেও জিপিএস ট্র্যাকিং-এর মাধ্যমে নানা ছবি এঁকেছেন তিনি। এর মধ্যে গতবছর স্নো-ম্যান এবং সান্টাক্লজের ছবিও বেশ নজর কেড়েছিল। তবে এবারের করোনা পরিস্থিতিতে অ্যান্টনি চাইলেন আরেকটু কঠিন কিছু করতে। স্নো-ম্যান বা সান্টাক্লজের ছবি নিজের মনের মতো করে গড়ে নেওয়া যায়। কিন্তু রোমান অক্ষরকে ঠিক তার মতো দেখতে হতে হবে। অবশেষে সারা লন্ডন শহর মিলিয়ে একটা রাস্তা অবশ্য ঠিক খুঁজে পেলেন তিনি। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম; সমস্ত শহর জুড়ে লেখা হল ‘মেরি ক্রিসমাস’।

অ্যান্টনির হিসাব বলছে, এই পুরো রাস্তার দূরত্ব ৭৯ মাইল। অর্থাৎ প্রায় ১২৭ কিলোমিটার। সম্পূর্ণ ছবিটা শেষ করতে সময় লেগেছে ৯ ঘণ্টা। এর মধ্যে নানা প্রতিকূলতাও এসেছে। কোথাও রাস্তায় কাজ হচ্ছে বা কোথাও রাস্তা বন্ধ। তখন রাস্তার পরিকল্পনা খানিক বদলাতে হয়েছে। তবে সব মিলিয়ে ছবিটা শেষ করতে পেরে খুশি অ্যান্টনি। আর তার থেকেও বেশি খুশি, মানুষের এই ছবি ভালো লেগেছে বলে। এই ভালোলাগাটুকুই তাঁকে অনুপ্রেরণা জোগাবে আগামী দিনে আরও বড়ো কাজ শুরু করার জন্য।

Powered by Froala Editor