বাঁচতে চান ১৮০ বছর, বোনম্যারো পাল্টে ফেললেন মার্কিন উদ্যোগপতি

মানুষের স্বল্প আয়ুর মধ্যেই থাকে নানা স্বপ্ন। কেউ তা পূরণ করতে পারেন, কেউ পারেন না। কিন্তু মার্কিন উদ্যোগপতি ডেভ অ্যাস্প্রের স্বপ্নের কথা জানলে অবাক হতেই হয়। বেশি কিছু না, তাঁর স্বপ্ন শুধু ১৮০ বছর বেঁচে থাকা। অবাক হলেন? কিন্তু এই লক্ষ্যকে সামনে রেখেই প্রতি বছর লক্ষ লক্ষ টাকা খরচ করে চলেছেন তিনি। আর তাঁর বিশ্বাস, তিনি একা নন। পৃথিবীর সমস্ত মানুষের দীর্ঘায়ু হয়ে ওঠা এখন শুধুই সময়ের অপেক্ষা।

জনবিস্ফোরণ নিয়ে সাড়া পৃথিবীতে যতই আলোচনা চলুক, প্রতিটা মানুষ চান আরও বেশ কিছুদিন বাঁচতে। কল্পবিজ্ঞানের কাহিনিতেও তাই নিয়ে এসেছে নানা তত্ত্ব। বিজ্ঞান ও কল্পনাকে মিশিয়ে এমনই কিছু অদ্ভুত পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন ডেভ। প্রায় ১০ বছর ধরে কোল্ড বাদিং বা হিমশীতল জলে স্নান করে আসছেন তিনি। বয়সকে আটকে ফেলার এটাই সবচেয়ে প্রাচীন তত্ত্ব। তবে এবার ডেভ যা করলেন, তা আরও আশ্চর্যজনক। ২৫ হাজার ডলার খরচ করে তিনি বদলে ফেললেন নিজের বোনম্যারো। তাঁর বিশ্বাস, এভাবেই দীর্ঘায়ু হতে পারবেন তিনি।

ডেভ অ্যাস্প্রের এই অদ্ভুত ইচ্ছা নিয়ে অবশ্য অনেকেই হাসিঠাট্টা করেন। তবে ডেভের স্পষ্ট উত্তর, আজ থেকে ৭০-৮০ বছর আগে মোবাইল ফোনের কথাও ভাবাই যেত না। আজ প্রতিটা মানুষের হাতের মুঠোয় সেলফোন। তেমনই মানুষের দীর্ঘায়ু হয়ে ওঠাও অসম্ভব থাকবে না। আজ যাঁদের বয়স ৪০ বছরের নিচে, তাঁরা প্রত্যেকেই আগামী শতাব্দী দেখে যেতে পারবেন বলে আশাবাদী তিনি। কিন্তু এই ইচ্ছার পিছনে কারণ কী? সেই উত্তরও দিয়েছেন ডেভ। তিনি মনে করেন খুব তাড়াতাড়ি বিশ্বের সমাজ-রাজনীতি সহ সমস্ত ক্ষেত্রে অতি দ্রুত পরিবর্তন আসতে চলেছে। অনভিজ্ঞ মানুষের হাতে পড়ে সেই পরিবর্তন বাধা পেতে পারে। আর তাই প্রয়োজন অভিজ্ঞ মানুষদের বেঁচে থাকা। সফল হোক বা না হোক, ডেভের স্বপ্ন সত্যিই অবাক করে।

Powered by Froala Editor