ধরুন, সারা বছর কোনো কাজই করতে হচ্ছে না আপনাকে। অথচ, অফিসে ক্রমশ পদোন্নতি এবং বেতনবৃদ্ধি হয়ে চলেছে আপনার। কেমন হবে তাহলে? অনেকটা স্বপ্নের মতোই শোনাচ্ছে নিশ্চয়ই? তবে এমনটাও যে হতে পারে, এবার তা সোশ্যাল মিডিয়ায় স্বীকার করলেন এক তথ্যপ্রযুক্তিকর্মী। সম্প্রতি, ‘ফাঁকি’ দেওয়ার এমনই গোপন কৌশল (Secret Trick) জানালেন ওই রেডিট ব্যবহারকারী (Reddit User)। অবশ্য রহস্য ফাঁস করলেও, তিনি গোপন রেখেছেন নিজের পরিচয়।
আসলে কাজে ফাঁকি দেওয়া ঠিক নয়। তাঁকে দেওয়া অফিসের সমস্ত কাজই নির্ভুলভাবে সম্পন্ন হয়েছে বিগত ৪ বছর। শুধু সেইসব কাজ তিনি নিজে করেননি। বরং, করে দিয়েছে অন্য কেউ। কোনোরকম পারিশ্রমিক ছাড়াই। ভাবছেন এও কি সম্ভব? বিনামূল্যে কীভাবে একজন অন্যের সমস্ত কাজ করে দিতে পারেন? হ্যাঁ, সম্ভব। আসলে এই ‘অস্থায়ী’ কর্মী কোনো মানুষ নয়, বরং কম্পিউটার কোডিং। খুলে বলা যাক বিষয়টা।
২০১৫ সাল থেকে একটি মার্কিন তথ্যপ্রযুক্তি কোম্পানিতে কর্মরত সংশ্লিষ্ট রেডিট ব্যবহারকারী। মূলত, ডেটা এন্ট্রির কাজ করতেন তিনি বাড়িতে থেকেই। নানারকম ব্যবসায়িক নথির হিসেব নিকেশ রাখতে হত তাঁকে। সংশ্লিষ্ট সংস্থাটির ইমেলের মাধ্যমেই পাঠানো তথ্যই লিপিবদ্ধ করে রাখতে হত তাঁকে এক্সেলের পাতায়।
বছর দুয়েক এভাবেই কাজ করেছিলেন তিনি। তবে সারারাত হাড়ভাঙা খাটুনির পরেও কোনোরকম বেতনবৃদ্ধির সুযোগ আসেনি তাঁর কাছে। শেষ পর্যন্ত চাকরি পরিবর্তনের কথা চিন্তাভাবনা করেন ওই ব্যক্তি। ভর্তি হন কম্পিউটার কোডিং প্রশিক্ষণকেন্দ্রে। সেখানে কোডিং শেখার সময়ই তাঁর মাথায় অভিনব একটি চিন্তা আসে। যদি কোডিং-এর মাধ্যমে এমন কোনো সফটওয়্যার তৈরি করা যায়, যা নির্ভুলভাবে করে ফেলতে পারে তাঁর সমস্ত কাজ? যেমন ভাবনা তেমনই কাজ। সদ্য প্রোগ্রামিং শিখেই যে এমন কিছু অসাধ্যসাধন সম্ভব নয়, তা ভালোই বুঝেছিলেন তিনি। ফলে, পেশাদার প্রোগ্রামারের সাহায্য নেন তিনি। দু’মাস পর হাতে পেয়ে যান তাঁর বহুপ্রতিক্ষিত ডিজিটাল ‘সহকর্মী’-কে।
আরও পড়ুন
দেশের জল পরিশোধন কেন্দ্রগুলির ৭৫ শতাংশই ছাড়পত্রহীন!
বিগত পাঁচ বছর ধরে তাঁর সমস্ত কাজ নির্ভুলভাবেই করে চলেছে এই কম্পিউটার প্রোগ্রামিং। সপ্তাহান্ত তো বটেই, অফিসের খাতায় তাঁর নামে কোনো ছুটিরও রেকর্ড নেই। আর এমন কর্মনিষ্ঠার জন্য প্রতিবছরই নিয়ম করে তাঁর বেতনবৃদ্ধি করে চলেছে সংশ্লিষ্ট কোম্পানিটি। হয়েছে পদোন্নতিও। সম্প্রতি, তাঁকে অফিসের আঞ্চলিক ব্যবস্থাপকের দায়িত্ব নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাটি। বলাই বাহুল্য, এবার থেকে আর কাজ হবে না পুরনো কৌশলে। টানা চার বছরের ‘ছুটি’ কাটানোর পর নতুন করে কাজে ফিরতে পেরে নিজেও বেশ উৎফুল্ল ওই ব্যক্তি। তবে কে বলতে পারে, এই ক্ষেত্রেও হয়তো অভিনব কোনো ‘ফাঁকি’ দেওয়ার উপায় বার করবেন তিনি…
আরও পড়ুন
তিয়েন-আন-মেন হত্যাকাণ্ডের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলা হল হংকং বিশ্ববিদ্যালয়ে
Powered by Froala Editor
আরও পড়ুন
নরওয়ের বিজ্ঞাপনে সমকামী সান্তাক্লজ, নতুন যুগের ইঙ্গিত?