কুকুরের থেকে দুধ কেড়ে খাচ্ছে মানুষ, করুণ দৃশ্যের সাক্ষী আগ্রা

রাস্তার উপরে পড়ে আছে খানিকটা দুধ। রাস্তার কুকুর জিভ দিয়ে চেটে নিচ্ছে সেটা। এমন দৃশ্য অনেক সময়েই দেখা যায়। কিন্তু সোমবার সকালে অগ্রার রামবাগ চৌরাহা অঞ্চলে যে দৃশ্য দেখা গেল, সে দৃশ্য দেখে স্তম্ভিত সারা দেশ। রাস্তার কুকুরের সঙ্গে সেই দুধ পান করছে একটি মানুষ। পেটের জ্বালা সহ্য করতে না পেরে শেষে রাস্তার কুকুরদের জন্য ফেলে দেওয়া দুধেই ভাগ বসাতে এসেছে সে। করোনার দিনগুলিতে এমন দৃশ্যের সাক্ষী থাকল রামবাগ চৌরাহা।

করোনা ভাইরাসের সংক্রমণ আটকাতে ৩ সপ্তাহ ধরে লকডাউনে সারা দেশ। ভাইরাসের প্রকোপ আটকাতে সেই সময়সীমাও বাড়ানো হয়েছে। আর এই ঘটনায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে পরিযায়ী শ্রমিক এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা। তাদের উপার্জনের সমস্ত রাস্তাই বন্ধ। আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের মতে দেশজুড়ে ৪০ কোটি মানুষের রোজগার বন্ধের জন্য দায়ী এই লকডাউন। আর তার ফলেই এসে পড়েছে দারিদ্র্য এবং অনাহার। সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার কিছুই পৌঁছচ্ছে না মানুষের কাছে।

লকডাউনের হটকারী সিদ্ধান্তকে ঘিরে বিভিন্ন মহলে সমালোচনার শিকার হতে হয়েছে কেন্দ্র সরকারকে। কিন্তু ভাইরাসের সংক্রমণ আটকাতে এছাড়া অন্য কোনো রাস্তাও তো ছিল না। তবে লকডাউনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির কিছুই নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে সরকারের বিরুদ্ধে। এর মধ্যেই দেশের বিপন্ন অর্থনীতির চেহারা আরও বিপন্ন হয়ে উঠেছে। শুধুই ভাইরাস নয়, বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে অনাহার। আর মৃত্যুর আগে মানুষের সঙ্গে পশুর কোনো পার্থক্য বোধহয় আর থাকে না। আগ্রার সেই মানুষটি তাই মিশে গেলেন কুকুরের দলে। কিন্তু এই নৃশংসতার শেষ কোথায়? কবে স্বাভাবিক হবে জনজীবন? উত্তর খুঁজছেন প্রত্যেকেই।