প্রতিবন্ধী ছাত্রীকে কাঁধে নিয়েই উঠলেন ২৪০০ মিটার, বিরল কীর্তি গ্রিক অভিযাত্রীর

হাড় বেয়ে ২৪০০ মিটার উঠে যাচ্ছে এক যুবক। এই পথে সে আগেও ৫০ বার এসেছে। কিন্তু এই ৫১তম অভিযানের স্বাদ যেন আগের থেকে অনেক মধুর। কাঁধের উপর দায়িত্ব অনেক বেশি। কারণ শারীরিকভাবে প্রতিবন্ধী এক ছাত্রীকে সেই যুবক নিয়ে যাচ্ছেন মাউন্ট অলিম্পাসের চূড়ার মনোরম দৃশ্য চেনাতে।

গ্রিসের এই যুবকের নাম মারিয়স গিয়ানাকু। মাউন্ট অলিম্পাস সহ নানা পাহাড়ের চূড়ায় সফল অভিযান করেছেন একাধিকবার। তবে অলিম্পাসের সৃশ্যই তাঁকে আরও বেশি করে টানে। সেই টানেই বারবার এসেছেন। তবে এবারে প্রিয় ছাত্রী ইলেপথেরিয়া তসিউর সঙ্গে সেই অভিজ্ঞতাই ভাগ করে নিতে চাইলেন তিনি। পর্বত অভিযানের নানা গল্প তিনি শুনিয়েছেন ইলেপথেরিয়াকে। তবে এবার প্রত্যক্ষ অভিজ্ঞতার স্বাদ দিতে সঙ্গে নিয়ে গেলেন তাকে। আর গোটা রাস্তায় ইলেপথেরিয়াকে কাঁধে নিয়ে হেঁটেছেন মারিয়স।

মারিয়স এবং ইলেপথিয়ার ছাড়াও সঙ্গে ছিলেন দলের আরও ৬ জন সদস্য। ৫ অক্টোবর সকাল ৯টার কিছু পরে শুরু হয় আরোহন। মাত্র ১০ ঘণ্টার মধ্যেই অলিম্পাসের চূড়ায় পৌঁছে যান সকলে। এবারের অভিযানে যেমন চ্যালেঞ্জ ছিল, তেমনই ছিল ভালোবাসাও, বলছেন মারিয়স। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ইলেপথিয়ার হয়তো একসময় ভুলেই যেত তার শিক্ষককে। কিন্তু অলিম্পাসের চূড়ার দৃশ্য সে চাইলেও ভুলতে পারবে না। আর সেই স্মৃতির সঙ্গেই থেকে যাবে মারিয়সের স্মৃতিও। সত্যিই যেন এক রূপকথার জন্ম দিলেন এই অভিযাত্রী যুবক।

Powered by Froala Editor