লকডাউনে নতুন নিয়ম কী কী? জানালেন মুখ্যমন্ত্রী

গতকালই ৩১ মে পর্যন্ত লকডাউন বৃদ্ধির কথা ঘোষণা করা হয় কেন্দ্রের তরফ থেকে। তারপরই আজ সাংবাদিকদের মুখোমুখি হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউনের চতুর্থ পর্যায়ে রাজ্য সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। কী সেই সিদ্ধান্ত, আসুন জেনে নেওয়া যাক—

১) রাজ্যের কনটেনমেন্ট জোনকে তিন ভাগে ভাগ করা হয়েছে— এ, বি, সি। এর মধ্যে ‘এ’ জোন হল ক্ষতিগ্রস্ত এলাকা। বি জোন হল বাফার জোন এবং সি জোন হল ক্লিন জোন।

২) ‘বি’ আর ‘সি’ জোনে আন্তঃজেলা বাস পরিবহণ শুরু হবে। এছাড়াও এইসব জোনে ২৭ মে থেকে অটো চলাচল শুরু হবে। তবে দুজনের বেশি যাত্রী নেওয়া চলবে না এখনই।

৩) ২১ মে থেকে এই দুই জোনেই বড়ো দোকান বাজার খোলা হবে। তবে দোকান খুললেই যেন সবাই ভিড় না করেন, সেটাও লক্ষ্য রাখা হবে।

৪) যারা বাজারে বসবে তাঁরা যেন গ্লাভস পরে বসেন। বাজারও স্যানিটাইজ করা হবে। সামাজিক দূরত্ব মেনে সেলুন, বিউটি পার্লার, হোটেলও খোলা হবে।

৫) পরিযায়ী শ্রমিক ও ভিন রাজ্যের বাসিন্দাদের জন্য এখনও অবধি ১০টি করে ট্রেন এই রাজ্যে ঢুকবে। আগামী কয়েকদিনের মধ্যে আরও ১২০টি ট্রেন যাতে আসে, তার জন্য আবেদন করা হয়েছে। আর এসবের জন্য যাবতীয় খরচ রাজ্য সরকার বহন করবে।

৬) একদিন অন্তর সরকারি অফিসগুলোও খোলা হবে। আর হকারদের জন্য জোড় বিজোড় নীতির প্রয়োগ করা হবে। সেইভাবে তাঁরা তাঁদের দোকান নিয়ে বসবেন।

৭) সরকারি ভাবে কোনো কার্ফু ঘোষণা করছে না রাজ্য। তবে কেন্দ্রের জারি করা নাইট কার্ফু চলবে।

৮) বুথ ও ওয়ার্ডভিত্তিক কনটেনমেন্ট জোনও তৈরি করা হয়েছে। জেলার মধ্যে সরকারি বাস চলবে। বেসরকারি বাসও যাতে চলাচল করে, তার অনুরোধ করা হয়েছে।

৯) স্টেডিয়ামে বিভিন্ন খেলা শুরু করার ব্যাপারে অনুমতি দেওয়া হল। তবে অবশ্যই যেন কোনো জমায়েত না হয়।

সবশেষে আবারও রাজ্যবাসীকে সতর্ক ও সচেতন হওয়ার অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রী। লকডাউনের নিয়ম বদলালেও আমাদের সচেতনতা যাতে না কমে, সেটাই নজর রাখার কথা বললেন তিনি।

Latest News See More