চারপাশে অভুক্ত মানুষের সংখ্যা নেহাত কম নয়। এই একুশ শতকে দাঁড়িয়েও, খাদ্যভাব ও অনাহার ভারতের বিশাল সংখ্যক মানুষের অন্যতম প্রধান সমস্যা। অথচ এই সমস্যা সমাধানের বদলে অন্যান্য দিকে নজর ঘুরিয়ে রাখার চেষ্টা ক্রমাগত চালিয়ে যাচ্ছে সরকার। এরই মধ্যে পাওয়া গেল এক চাঞ্চল্যকর খবর।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের প্রকাশ করা রিপোর্ট অনুযায়ী অপুষ্টি ও ওজনহীনতার দিক থেকে ভারতীয় মহিলাদের সংখ্যা সাব-সাহারান আফ্রিকার থেকেও বেশি। শুধু তাই নয়, অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী শিশুদের মৃত্যুর জন্য সবচেয়ে বেশি দায়ী অপুষ্টিই।
প্রজননকালীন সময়েও মহিলাদের ওজন কম হওয়ার জন্য গর্ভস্থ শিশুদেরও ওজন কম হচ্ছে। প্রি ম্যাচিওর শিশু জন্মের হারও বাড়ছে। অপুষ্টির কারণে শিশু মৃত্যুর হার সব চেয়ে বেশি রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার ও আসামে। ২০১৭ সালে ভারতে কম ওজনের শিশুর জন্মের হার ছিল ১৭%। এমনকি অনূর্ধ্ব পাঁচ বয়সের যে ১.০৪ মিলিয়ন শিশু মারা গেছে, তাদের মধ্যে ৭,০৬,০০০ শিশুই মারা গেছে অপুষ্টির কারণে। ৬-২৪ মাসের শিশুদের মধ্যে মাত্র ৯% শিশুই সঠিক মাত্রায় পুষ্টি পায়। ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশের শিশুদের মধ্যে রক্তাল্পতা ও ওজনহীনতা সবচেয়ে বেশি।