২৭ বছর পর এমন পঙ্গপালের আক্রমণ জয়পুরে, বিধ্বস্ত ২৫০০ হেক্টর কৃষিজমি

আফ্রিকা মহাদেশ থেকে উড়ে আসা পঙ্গপালের দল বেলুচিস্তান, পাকিস্তান হয়ে প্রবেশ করেছে ভারতবর্ষে। পঙ্গপালের আক্রমণের প্রথম ক্ষেত্র হয়ে ওঠে রাজস্থান। সীমান্ত অঞ্চলের অসংখ্য কৃষিজমি নষ্ট করার পর এখন তারা হানা দিয়েছে রাজধানী জয়পুরেও। জয়পুর জেলায় পঙ্গপালের উপদ্রব মনে করিয়ে দিচ্ছে ১৯৯৩ সালের কথা। সে-বছর পঙ্গপালের আক্রমণে জেলার সমস্ত কৃষিজমি নষ্ট হয়ে গিয়েছিল। এককণা শস্য ঘরে তুলতে পারেননি কোনো কৃষক। তারপর ২৭ বছরের ইতিহাসে এমন ঘটনা এই প্রথম।


ইতিমধ্যে জয়পুর জেলাতেই ২৫০০ হেক্টর জমির ফসল নষ্ট করেছে পঙ্গপাল। গোটা রাজ্যে পরিমাণটা ইতিমধ্যে ৫ লক্ষ হেক্টরের বেশি। গত মাস থেকেই পঙ্গপাল মোকাবিলায় উদ্যোগ নিয়েছিল রাজস্থান সরকার। কিন্তু তারপরেও সমস্যার কোনো সুরাহা হয়নি। একদিকে করোনা ভাইরাস, অন্যদিকে পঙ্গপাল; দ্বিমুখী আক্রমণে জর্জরিত রাজস্থানের কৃষকরা। সরকার এবং কৃষকদের ব্যক্তিগত চেষ্টাতেও জব্দ করা যায়নি এই পতঙ্গদের। আর তাই দুশ্চিন্তা এমন পর্যায়ে পৌঁছেছে যে লকডাউনের বিধিনিষেধ মানতে অনীহা দেখা যাচ্ছে অনেকের মধ্যেই। লকডাউনের ফলে অনেকেরই উপার্জন বন্ধ। এমন পরিস্থিতিতে কৃষিকাজের ক্ষতি হলে আগামী একবছরের অর্থনৈতিক দুর্ভোগ নিশ্চিত।


সরকার অবশ্য ইতিমধ্যে যান্ত্রিক পদ্ধতির পরিবর্তে রাসায়নিক প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করেছে। এখনও অবধি ৫৩০ হেক্টর জমি পঙ্গপালমুক্ত করা সম্ভব হয়েছে। তবে মোট ক্ষতির তুলনায় তা যথেষ্ট কম। অন্যদিকে পঙ্গপাল মোকাবিলায় রাজ্য সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কৈলাশ চৌধুরী। এখন পঙ্গপালের হাত থেকে আদৌ কতো বিঘা জমির ফসল সুরক্ষিত করা যায়, সেদিকেই তাকিয়ে আছেন রাজস্থানের কৃষকরা।

Powered by Froala Editor

Latest News See More