দেবীপক্ষের শুরু। দৃশ্যের পর দৃশ্য জুড়ে সেই গল্পই ফুটিয়ে তোলে মহালয়ার ভোর। শহরের প্রতিটা কোণে এদিন আলাদা-আলাদা গল্প। যাঁদের একসূত্রে বেঁধে দিয়েছেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। আর আছে নদী, ভোরের আবছা আলো যার স্রোতে ভাসতে ভাসতে পাড়ের দিকে তাকায় আর ভাবে, এ আসলে কন্যাপক্ষ। শরতের মতো - বাইরে মেঘলা, কিন্তু কোথাও নীল আকাশ আছেই। থাকতেই হবে...
[envira-gallery id='3704']