প্লাস্টিকের স্বচ্ছ পাতলা পর্দা ঝুলছে। তাতে অনেকটা রেনকোটের কায়দায় হাত গলানোর বন্দোবস্ত। আর তার মধ্যে দিয়েই আলিঙ্গন করছেন এক বৃদ্ধা ও তরুণী। কোভিড মহামারী দূরত্ব বাড়িয়েছে সকলের মধ্যেই। কোণঠাসা করে তুলেছে মানুষকে। কিন্তু তার মধ্যেও ৮৫ বছরের বৃদ্ধা রোগীকে এভাবেই আশ্বাস দেওয়ার পন্থা খুঁজে নিয়েছিলেন ব্রাজিলিয়ন নার্স আদ্রিয়ানা সিলভা। গত আগস্ট মাসে তোলা ছবিটি সে-সময়ই ব্যাপক তোলপাড় ফেলে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এবার জুটল সেরার সম্মান। বৃহস্পতিবার কোভিড পরিস্থিতিতে তোলা সেরা ছবি হিসাবে ‘ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার’-এ সম্মানিত হল ব্রাজিলের এই মানবিক দৃশ্যটি।
একদিকে অসহায়তা, অন্যদিকে আশ্বাস— এই দুইয়ের সংমিশ্রণেই এক অপরূপ রূপকথা বুনেছিলেন ড্যানিস ফটোগ্রাফার ম্যাডস নিসেন। ছবিটি ক্যামেরাবন্দি করা হয়েছিল ৫ আগস্ট। সাও-পাওলোর একটি ক্লিনিকে। ছবিটি যে হৃদয়বিদারক তাতে সন্দেহ নেই কোনো। তবে তাকে অন্যমাত্রা এনে দিয়েছে আলিঙ্গনের মুহূর্তে প্লাস্টিকের পর্দার অবস্থানও। ছবিতে পর্দার হলুদ প্রান্তগুলি যেন প্রজাপতির ডানার অনুরূপ। সংকটজনক অবস্থায় যে স্বাস্থ্যকর্মীরাই আমাদের নিরাপত্তাবলয় প্রদান করছেন— তারই প্রতীক হয়ে উঠেছে আলোকচিত্রের প্রেক্ষাপটটি।
উল্লেখ্য, ওয়ার্ল্ড প্রেস ফটো-র এই প্রতিযোগিতা আয়োজিত হয় প্রতিবছরই। তবে সমসাময়িক পরিস্থিতির কথা মাথায় রেখেই কোভিডের এই বিশেষ বিভাগটি সম্প্রতি চালু করেছিল সংস্থাটি। তবে কোভিড বিভাগ ছাড়াও, ‘একক সংবাদচিত্র’ বিভাগেও সেরার পুরস্কার তুলে নিয়েছেন নিসেন। চলতি বছরে খেলা, পরিবেশ, সংবাদ ইত্যাদি মোট ৮টি বিভাগের জন্য জমা পড়েছিল সাড়ে ৭৪ হাজার আলোকচিত্র। অংশগ্রহণ করেছিলেন ৪৩১৫ জন আলোকচিত্রকার। তার মধ্যে দু-দুটি পুরস্কার ছিনিয়ে নেওয়া, নেহাত কম কৃতিত্বের নয়।
তবে এই প্রথম নয়। এর আগেও বার বার গোটা বিশ্বকে চমকে দিয়েছেন নিসেন। কখনো সিয়াচেনের ৮ মাত্রার ভূমিকম্পের ছবি, কখনো বা চিনের তিব্বত-অধিগ্রহণ— ধ্বংসস্তূপের মধ্যে থেকেও আশার আলো দেখানো তাঁর সহজাত ক্ষমতা। আবার পিটার্সবার্গে তাঁর তোলা সমকামী দম্পতির প্রকাশ্যে চুমু খাওয়ার দৃশ্য, বিশ্বব্যাপী সচেতনতা গড়ে তুলতে হাতিয়ার হয়ে উঠেছে কখনও। সদ্য পুরস্কারপ্রাপ্ত ছবিটির ক্ষেত্রেও যে অক্ষুণ্ণ ছিল নিসেনের সেই সিগনেচার ম্যাজিক্যাল সেন্স— তা আর নতুন করে বলার নয়…
আরও পড়ুন
ডাউন সিনড্রোমকে হারিয়ে আন্তর্জাতিক খ্যাতি তরুণ ফটোগ্রাফারের
Powered by Froala Editor
আরও পড়ুন
পৃথিবীর সর্ববৃহৎ ছবি এঁকে তাক লাগালেন ব্রিটিশ শিল্পী