বার্ধক্যে আর একাকিত্ব নয়; গড়ে উঠেছে সামাজিক বাগান

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে, ২০৫০ সালের মধ্যে প্রতি পাঁচজনে একজন, অর্থাৎ সারা পৃথিবীতে প্রায় ২ বিলিয়ন মানুষের বয়স হবে ৬০-এর বেশি। বার্ধক্যের একাকিত্ব মানুষকে অনেক রোগের দিকে ঠেলে দেয়। যার মধ্যে রয়েছে স্মৃতিভ্রংশ, বিষণ্ণতা, মানসিক দুর্বলতা ইত্যাদিও। সম্প্রতি, সিঙ্গাপুরের একটি উদ্যোগ আবার এই বিষয়টিকে আলোচনায় নিয়ে এসেছে। অবশ্য তা সমাধানের সূত্র ধরেই।

২০১৭ সালে। সিঙ্গাপুরেই ১২৯ জন বয়স্ক নাগরিক আত্মহত্যা করেন। তাতে টনক নড়ে সরকারের। এরপরই এই পদক্ষেপ নেয় তারা। সিঙ্গাপুরের ১০০০টিরও বেশি বাগান প্রবীণদের নাগরিকদের বার্ষিক ৫৭ সিঙ্গাপুর ডলারে (৪১ আমেরিকান ডলার) লিজ দেওয়া হয়। সেখানে প্রবীণরা পেঁপে, লঙ্কা, শাক-সহ বিভিন্ন সবজি ফলান। কাজের ফাঁকে-ফাঁকে, সেই বাগানগুলিতে অন্যান্য প্রবীণদের সঙ্গে গল্প করেও সময় কেটে যায় অনেকটাই। তাছাড়া প্রকৃতির সান্নিধ্য তো আছেই।

আরেকটি উপায়ে সিঙ্গাপুর ভেষজ বাগান গড়ে তুলেছে। নার্সিংহোমগুলির কাছে তৈরি এই বাগানে রয়েছে  বিভিন্ন ঔষধি। সুগন্ধি গাছগুলির গন্ধ অ্যালঝাইমার্স রোগ এবং বার্ধক্যজনিত স্মৃতিভ্রংশ কমাতেও সাহায্য করে। বার্ধক্যে যাতে আয় না থামে, সে-জন্য সিঙ্গাপুর সরকার অবসর গ্রহণের বয়সও ৬২ থেকে বাড়িয়ে দেবে।