কেক কাটা না হলে অপূর্ণ থেকে যায় জন্মদিন। আর জায়গাটা যদি ব্রিটেন হয় তবে তো কথাই নেই। সাহেবি কেতায় উদযাপন তো আবশ্যিক। ফলত, প্রিয় বান্ধবীর জন্য নাম করা রেস্তোরাঁয় বিশেষ কেকের অর্ডার দিয়েছিল বেশ কয়েকজন ব্রিটিশ তরুণ-তরুণী। শুধু নাম নয়, বরং কেকের ওপর ক্রিম দিয়ে লেখানো হয়েছিল বিশেষ শুভেচ্ছাবার্তাও। কথা মতো সবটাই প্রস্তুত করে রেখেছিলেন রেস্তোরাঁর কর্মীরা। কিন্তু শেষ মুহূর্তে সেই কেক পরিবেশনের সময়ই তাঁদের দৃষ্টি কাড়ল অন্য একটি বিষয়। যাঁর জন্মদিন, তিনিই যে দৃষ্টিহীন। ফলত, তাঁর কাছে সুযোগই নেই এই শুভেচ্ছাবার্তা পড়ার। তবে কি এত আয়োজন বৃথা যাবে সব?
না, বৃথা যায়নি। বরং, নিজেরা দায়িত্ব নিয়ে ওই যুবতীর জন্য পুনরায় নতুন করে কেক সাজিয়ে দেন রেস্তোরাঁর কর্মীরা। শুভেচ্ছাবার্তাটুকুও একেবারে অপরিবর্তিত থাকে। শুধু বদলে যায় তার চরিত্র। সাধারণ হরফ নয়, বরং শীতল চকোলেট দিয়ে ব্রেইলের অনুরূপে সেই শুভেচ্ছাবার্তা ফুটিয়ে তোলেন রেস্তোরাঁর কর্মীরা।
লন্ডনের জিনো ডি’অ্যাকাম্পো রেস্তোরাঁর এই অভিনব ও মানবিক উদ্যোগে মুগ্ধ সকলেই। তাঁদের আতিথেয়তায় আবেগপ্রবণ হয়ে পড়েন বার্থডে গার্ল নাটালিয়া তে পা-ও। এহেন উষ্ণ অভ্যর্থনা আগে কোনোদিনও পাননি তিনি। এমনকি কেকের ওপরেও যে ব্রেইলে লেখা ফুটিয়ে তোলা যেতে পারে, সে ব্যাপারেও কোনোরকম ধারণা ছিল না তাঁর। শুধু তাঁরই কেন? রেস্তোরাঁর কর্মীরাও যে এহেন কাজ আগে কখনো করেননি। তবে কীভাবে সম্ভব হল এমন একটি কেকের সজ্জা প্রস্তুত করা?
বিষয়টি নজরে আসার পরেই পরিকল্পনার বদল করেছিলেন রেস্তোরাঁর ইতালিয়ান মালিক জিওভানি গ্যালুচিও। দ্রুত ইন্টারনেট ঘেঁটে তিনিই ব্রেইল অনুবাদ খুঁজে বার করেন কেকের ওপর অক্ষরিত শুভেচ্ছাবার্তাটির। তারপর তাঁর নির্দেশ মতোই কর্মীরা সেই ব্রেইল ফুটিয়ে তোলেন চকোলেটের মাধ্যমে। আপ্লুত নাটালিয়া সম্প্রতি ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ করার পরেই, তা রীতিমতো ভাইরাল। প্রশংসা কুড়িয়েছে ব্রিটেনের রেস্তোরাঁটিও। তবে বাড়তি সাবাসি কুড়োতে নারাজ রেস্তোরাঁ মালিকের। জিওভানির মতে, গ্রাহকের মুখে হাসি ফুটিয়ে তোলাই তাঁর একমাত্র কর্তব্য। আর সেই কর্তব্যরক্ষায় যে তিনি নিজের নিপুণতার পরিচয় দিয়েছেন, সে ব্যাপারে আর আলাদা করে বলার নেই কিছুই…
আরও পড়ুন
কলকাতায় নতুন পেশা ‘পাঙ্খাপুলার’, দৃষ্টিহীনদের জন্য সুপারিশ নিয়ে গেল চিঠি
Powered by Froala Editor
আরও পড়ুন
দৃষ্টিহীন হয়েও লং জাম্পের লনে বিস্ময় বুনে চলেছেন লেক্স জিলেট