লন্ডন (London) মানেই এক সাজানো গোছানো শহর। রাস্তার মোড়ে মোড়ে নানা মূর্তি। কোনোটা ইতিহাসের সাক্ষী। কোনোটা আবার নিছকই মানুষের কাল্পনিক বিশ্বাসের প্রতীক। কিন্তু এই সাজানো শহরের মধ্যেই লুকিয়ে রয়েছে ইতিহাসের বৈষম্য (Discrimination)। সম্প্রতি তেমনই একটি বিষয় উঠে এসেছে আলোচনায়। শহর কর্তৃপক্ষ সমীক্ষা চালিয়ে দেখেছে, লন্ডনে মোট মূর্তির সংখ্যা প্রায় ১৫ হাজার। অথচ এর মধ্যে নারীমূর্তি প্রায় নেই বললেই চলে। এমনকি নারীমূর্তির চেয়ে সংখ্যায় বেশি বিভিন্ন পশুর মূর্তিও (Animal Statue)।
লন্ডনের মেয়র সাদিক খান সম্প্রতি জানিয়েছেন, শহরের রাস্তায় সমস্ত মূর্তির মধ্যে নারীমূর্তি রয়েছে মাত্র ৫০টি। শুধু তাই নয়, দেখা গিয়েছে বিভিন্ন বাস্তব বা কাল্পনিক পশুর মূর্তি রয়েছে মোট ১০০টি। অর্থাৎ নারীমূর্তির ঠিক দ্বিগুণ। আবার এইসমস্ত নারীমূর্তির মধ্যেও বৈষম্যের চেহারাটা স্পষ্ট। কৃষ্ণাঙ্গ মহিলাদের মূর্তি প্রায় দেখাই যায় না। অথচ ইংল্যান্ডের ইতিহাস তো শুধুই শ্বেতাঙ্গদের নয়। সেখানে পৃথিবীর নানা জাতির সহাবস্থান গড়ে উঠেছে নানা সময়ে। ৫০টি নারীমূর্তির মধ্যে ১৯টিই ইংল্যান্ডের রানিদের মূর্তি। এর মধ্যে শুধু রানি ভিক্টোরিয়ার মূর্তিই রয়েছে ৯টি। রানি দ্বিতীয় এলিজাবেথের মূর্তি রয়েছে ৪টি এবং রানি অ্যানের ৩টি। অবশ্য পাশাপাশি রয়েছে ফ্লোরেন্স নাইটেঙ্গেল এবং এডিথ ক্যাভেলের মতো মহীয়সী নারীদের মূর্তিও। তবে তাঁদের মূর্তি রয়েছে মাত্র একটি করে।
শ্বেতাঙ্গ নারীদের পাশাপাশি লন্ডনের রাস্তায় রয়েছে ভারতীয় নূর ইনায়েত খান বা জামাইকার মারিয়া সিকোলের মতো মহিলাদের মূর্তিও। তবে এমন নাম হাতে গোনা কয়েকটাই। আসলে গতবছর ব্রিস্টলে দাসপ্রভু এডওয়ার্ড কোলস্টোনের মূর্তি ভাঙার পরেই ইংল্যান্ডের নানা অংশে এই বৈষম্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। আর তাই এতদিন পর বিষয়টি নজরে এসেছে লন্ডন প্রশাসনেরও। এই বৈষম্য দূর করার জন্য তৈরি হয়েছে একটি কমিটিও। ইংল্যান্ড সরকারের পক্ষ থেকে কমিটির কাজের জন্য ১০ লক্ষ ইউরো বরাদ্দ করাও হয়েছে। তবে সরকারিভাবে কখনোই মূর্তি ভাঙাকে উৎসাহিত করা হবে না বলে জানিয়েছেন মেয়র সাদিক খান। তবে স্থানীয় মানুষরা কোনো মূর্তি বদলে ফেলতে চাইলে তা নিয়ে আলোচনা চলতে পারে। অন্যদিকে সরকারি অর্থে আরও নতুন নতুন মূর্তি তৈরি করেই বৈষম্য দূর করার প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন মেয়র।
Powered by Froala Editor
আরও পড়ুন
লন্ডনের নিলামে প্রায় ৫ কোটি টাকায় বিক্রি হল রবীন্দ্রনাথের আঁকা ছবি