মনোবল থাকলে মানুষ কত কিছুই না করতে পারে! অসম্ভবকে সম্ভব করার তেমনই এক উদাহরণ লোগান অল্ড্রিজ। শুনতে অবাক লাগলেও, কেবলমাত্র একটা হাতের সাহায্যেই লোগান উঠিয়ে ফেলেছেন ২০০ পাউন্ড বা ৯০.৭১ কিলোগ্রাম।
২০০৪ সালে, মাত্র ১৩ বছর বয়সেই ওয়েক বোর্ডিং করার সময় অ্যাক্সিডেন্টে লোগানের বাঁ হাত ক্ষতিগ্রস্ত হয়। ডাক্তারদের বহু চেষ্টার পরেও, বাদ দিতে হয় গোটা হাতই। এরপর থেকে শুরু হয় তাঁর এক হাতে সব কাজ করার লড়াই। সঙ্গী ছিল অপরিসীম মনোবল। পাশাপাশি, খেলার জগতেও ফিরতে চাইছিলেন তিনি।
অ্যাক্সিডেন্টের ঠিক এক বছর পর, ওয়েকবোর্ডিং-এ ফিরেই পর পর দুটি পুরস্কার জেতেন তিনি। সম্প্রতি, ওয়েট লিফটিং-এও মনযোগ দিয়েছিলেন তিনি। সেই বিভাগেই এক হাতের সাহায্যে ২০০ পাউন্ড তুলে সবাইকে বিস্মিত করেছেন লোগান।