মাথার উপরে সূর্যের তেজ বেড়েছে বেশ খানিকটা। তবুও প্রতিদিনের প্রয়োজনে বাইরে বেরোচ্ছেন অনেকেই। লকডাউনের কড়াকড়িও কমে এসেছে। কিন্তু এসবের মধ্যেই আবারও ঘরের মধ্যে আড়াল খুঁজছেন রাজধানী দিল্লির আশেপাশের মানুষজন। শুধু বাইরে বেরনোই নয়, দরজা-জানলা খোলাও বন্ধ। কারণ, রাজধানীর আকাশ দখল করে নিয়েছে ভয়ঙ্কর পতঙ্গ, পঙ্গপাল।
আফ্রিকার পূর্ব উপকূল থেকে মৌসুমী বায়ুর সঙ্গে সঙ্গে রাজস্থানে প্রবেশ করেছিল পঙ্গপালের দল। প্রায় ৩ মাস পশ্চিম ও মধ্যভারতে উপদ্রব চালিয়ে এবার ক্রমশ উত্তর দিকে এগিয়ে যেতে শুরু করেছে। ইতিমধ্যে তাদের সংখ্যাও বেড়েছে যথেষ্ট। ফলে এই অপ্রতিরোধ্য প্রতিপক্ষের সামনে মানুষের অবস্থা একেবারেই অসহায়।
ইতিমধ্যে হরিয়ানার গ্রামাঞ্চলে উপদ্রব শুরু করে দিয়েছে পঙ্গপাল। মরু-পতঙ্গের হানায় ফসলের যথেষ্ট ক্ষতির আশঙ্কা করছে প্রশাসন। অন্যদিকে রাজধানী দিল্লিতে মানুষ আতঙ্কিত, যদি প্রতিবেশী রাজ্য থেকে সেখানেও ঢুকে পড়ে পতঙ্গের দল। আর এর মধ্যেই গতকাল রাজধানীর নিকটে গুরুগ্রাম অঞ্চলে হানা দিয়েছে পঙ্গপাল। সাইবার হাব এলাকায় উঁচু উঁচু বাড়ির জানলা দিয়েও ঢুকে পড়ছে তারা। তাই আপাতত দরজা জানলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে থালা-বাসন বাজিয়েও পঙ্গপালের দলকে একটুও সরাতে পারেননি কেউ।
গুরুগ্রামে পঙ্গপালের আক্রমণ শহর দিল্লির পরিস্থিতিকেও আশঙ্কার মুখে ঠেলে দিয়েছে। সামাজিক মাধ্যমে একের পর এক ছবি এবং ভিডিও দেখে সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছে আতঙ্ক। অন্যদিকে দমকল বাহিনীও তৈরি কীটনাশক নিয়ে। পঙ্গপালের আক্রমণ আশঙ্কা করে বিমান বিভাগকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত দিল্লির বিমান চলাচল অব্যাহত আছে।
আরও পড়ুন
পতঙ্গের হানায় ঝাড়গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি, বাংলাতেও ঢুকল পঙ্গপাল?
Powered by Froala Editor
আরও পড়ুন
শুধু ফসল নষ্টই নয়, খাদ্য হিসেবে মানুষের রসনাও তৃপ্ত করে পঙ্গপালের দল