লকডাউনের মেয়াদ বাড়ল ৩১ জুলাই পর্যন্ত, বন্ধই থাকছে ট্রেন

লকডাউনের পঞ্চম অধ্যায় বা আনলক ওয়ান, যে নামেই ডাকা হোক, তার মেয়াদ শেষ হতে চলেছে আগামী ৩০ জুন। ফলে আরও কিছু শিথিলতার প্রত্যাশায় বুক বেঁধেছেন অনেকেই। তবে সেই আশায় এবার জল ঢেলে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সাংবাদিকদের সামনে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, লকডাউন চলবে জুলাই মাসের ৩১ তারিখ পর্যন্ত।

লকডাউনের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি মুখ্যমন্ত্রী বিশ্লেষণ করেছেন এই সময়ে ঠিক কোন কোন পরিষেবা বন্ধ রাখা হবে। তাঁর কথায়, স্কুল কলেজ খোলার মতো পরিকাঠামো এখনও নেই। অতএব সংক্রমণ এড়াতে এইসব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে। পাশাপাশি বন্ধ থাকছে ট্রেন চলাচলও। গতকাল রেল মন্ত্রকের আশ্বাস পেয়ে বহু মানুষ আশা করেছিলেন জুলাই মাস থেকেই লাইনে নামবে লোকাল ট্রেন। কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই রাজ্যে জুলাই মাসে কোনো লোকাল, প্যাসেঞ্জার মেল ট্রেন চলবে না।

করোনা ভাইরাসের আক্রমণে বিপর্যস্ত দেশের প্রথম সারির রাজ্যগুলির তালিকায় উঠে এসেছে পশ্চিমবঙ্গ। যদিও মহারাষ্ট্র, দিল্লির থেকে এ-রাজ্যে সংক্রমণ অনেক কম। তবুও নয় নয় করে প্রায় ১৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। এমন পরিস্থিতিতে কীভাবে এই সংক্রমণ মোকাবিলা করা যায়, সেটাই চিন্তা করছে প্রশাসন।

Powered by Froala Editor

আরও পড়ুন
লকডাউন ফুরিয়ে এল, পরিযায়ী শ্রমিকরা কি আদৌ ফিরবেন কাজে?

Latest News See More