ফের লকডাউন রাজ্যে, বৃহস্পতিবার থেকেই চালু হতে চলেছে নতুন নিয়ম

ক্রমেই বেড়ে চলেছে করোনার সংক্রমণ। এমনকি রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছুঁয়েছিল ৯ শোর সীমারেখাও। পরিস্থিতিকে আয়ত্তে আনতেই আবার লকডাউনের পথ বেছে নিল রাজ্য সরকার। আজ নবান্ন থেকে জানান হয় ৯ জুলাই বিকেল ৫টা থেকে শুরু হবে এই নতুন পর্যায়ের লকডাউন।

এই লকডাউন লাগু হবে কন্টেনমেন্ট জোন এবং বাফার জোনগুলিতে। কড়া নজরদারিতে রাখা হবে অঞ্চলগুলি। সম্পূর্ণভাবে বন্ধ থাকে সরকারি ও বেসরকারি অফিস। বন্ধ থাকবে ধর্মস্থানও। অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে খুচরো দোকান-পাট, চা ও পানের দোকানগুলিকে। চলবে না গণপরিবহন।

প্রাথমিকভাবে অত্যন্ত সংক্রমিত অঞ্চলগুলির তালিকায় রয়েছে কলকাতা, দুই চব্বিশ পরগণা, হাওড়া, হুগলি, শিলিগুড়ি ও মালদা। এই জেলাগুলিকেই লকডাউনের কড়া ব্যবস্থায় বেঁধে ফেলার লক্ষ্য রাজ্যের। পরিস্থিতির রিপোর্ট দিতে বলা হয়েছে প্রত্যেকটি জেলার জেলাশাসকদের। সার্বিকভাবে বেড়েছে কন্টেনমেন্ট জোনগুলির সংখ্যাও। কলকাতায় ১৭ থেকে বৃদ্ধি পেয়ে ২৮ হয়েছে রেড জোন।

এই বিষয়ে খুব দ্রুতই আসতে চলেছে সরকারি নির্দেশিকা, জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব। প্রাথমিক পরিকল্পনা রয়েছে ১৪ দিন এই লকডাউন বজায় রাখার। তবে ১০ দিন পর পরিস্থিতির পর্যালোচনা করবে প্রশাসন। তবে সাধারণ মানুষের কথা ভেবেই আগামীকাল থেকে লকডাউন ঘোষণা না করে, ২ দিন সময় দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধে থেকে শুরু হবে আবার লকডাউনের পালা...

Powered by Froala Editor

Latest News See More