মৃতদেহের সঙ্গে বসবাস, ইন্দোনেশিয়ার একটি সম্প্রদায়ে এমনটাই রীতি

কলকাতার রবিনসন স্ট্রিটের কাণ্ড এখনও সবার মনে আছে। দিদি এবং দুই পোষা কুকুরের মৃতদেহ মাসের পর মাস বাড়ির মধ্যে রেখে দিয়েছিলেন পার্থ দে। বিশ্বাস ছিল, তাঁরা বেঁচে আছে। ঠিক এইরকমই বিশ্বাস করেন ইন্দোনেশিয়ার তোরাজা সম্প্রদায়ের মানুষেরা। তাই, তাঁরাও মৃতদেহের অন্ত্যেষ্টি না করে তার সঙ্গে বসবাস করেন!

তোরাজারা মূলত খ্রিস্টান সম্প্রদায়ের। ইন্দোনেশিয়ার বালি থেকে ১৮০ কিমি উত্তর-পূর্বে পাঙ্গালায় বাস করেন তাঁরা। সেখানেই এই অদ্ভুত রীতি দেখা যায়। শুধুমাত্র অন্ত্যেষ্টি না করা নয়, মৃতদেহের সঙ্গে রীতিমত বসবাস করেন তাঁরা। প্রতিদিন স্নান করানো, কাপড় বদলানো এমনকি খাওয়ানোও হয়। তোরাজারা বিশ্বাস করেন, মৃত্যুই জীবনের শেষ নয়। মৃত্যু আত্মার বিনাশ করতে পারে না। তাই মৃতদের যত্ন নেওয়া উচিত। তাঁদের সঙ্গে কথা বলা উচিত, যাতে তাঁদের একা না লাগে!

একটা সময়ের পর অবশ্য অন্ত্যেষ্টি করতেই হয়। তোরাজা রীতি অনুযায়ী, মহিষ বলি দিয়ে পাহাড়ের কোনও একটি গুহায় কফিনবন্দি দেহটিকে রেখে আসা হয়। ততদিনে অবশ্য ‘দেহ’ বলে কিছু থাকে না। রবিনসনের পার্থ দে কি এঁদের কথা শুনেছিলেন কখনও?

Latest News See More