পুজোর মরসুম পেরিয়ে নভেম্বর মাস পড়তে-না-পড়তেই শুরু হয় নতুন উৎসব। সকলের জন্য নয় অবশ্য। তবে অনেক মানুষই মেতে ওঠেন এই ছোট-ছোট উৎসবগুলি নিয়ে। অবাক হচ্ছেন? ভাবছেন, কী এমন উৎসব, যা আপনার অজানা? বলছি লিটল ম্যাগাজিন মেলার কথা। নভেম্বর থেকে শুরু হয়ে, গোটা শীত জুড়েই বিভিন্ন জায়গায় আয়োজিত হয় লিটল ম্যাগাজিন মেলা। যার রেশ গিয়ে থামে খোদ কলকাতা বইমেলায়। এ-বছরও, নভেম্বর থেকেই শুরু হয়ে গেছে সেইসব মেলার তোড়জোড়।
লিটল ম্যাগাজিন মেলা শুধুমাত্র পত্রিকার উৎসব নয়, এক জেলা থেকে আরেক জেলায় গিয়ে বন্ধুদের সঙ্গে উষ্ণ আড্ডা দিয়ে আসাও। বই কেনাবেচা ছাড়াও, মেলার এই দিনগুলো কারও কারও কাছে একটু অন্য রকম হাওয়া বাতাস পাওয়ার উপক্রম।
গত সপ্তাহেই তারকেশ্বরে পালিত হল লিটল ম্যাগাজিন মেলা। অংশ নিয়েছে বহু পত্রিকাই। আসলে, শহর কলকাতা থেকে দূরে এইসব মেলার আন্তরিকতাই আলাদা। ঠিক যেমন আগামীকাল থেকে শুরু হচ্ছে নদীয়া লিটল ম্যাগাজিন মেলা। ১৬ ও ১৭ নভেম্বর কৃষ্ণনগরে অনুষ্ঠিত হবে এটি। ইতিমধ্যেই আয়োজন প্রায় সম্পূর্ণ।
এছাড়াও, আগামী ২২-২৪ নভেম্বর পালিত হবে বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা। তিন পেরিয়ে চারে পা দেবে এ-বছর বর্ধমানের মেলাটি। ২০-২২ ডিসেম্বর রয়েছে পুরুলিয়া লিটল ম্যাগাজিন মেলা। কলকাতা থেকে বহু দূরের এই মেলা নিজস্ব পরিচিতিতে বিখ্যাত বরাবরই। ১১-১২ জানুয়ারি রয়েছে বাটানগর লিটল ম্যাগাজিন মেলা।
আর, ১৮-১৯ জানুয়ারি, বাংলা লিটল ম্যাগাজিন ফোরাম আয়োজিত করতে চলেছে লিটল ম্যাগাজিন মেলা। এবার তৃতীয় বছরে পদার্পণ করবে মেলাটি। গতবারের মতোই, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির দ্বারকানাথ মঞ্চে আয়োজন করা হয়েছে মেলাটির।
এছাড়াও, প্রতি বছরই জানুয়ারি মাসে কলেজ স্কোয়ারে একটি লিটল ম্যাগাজিন মেলার আয়োজন করা হয়। পাশাপাশি, পশ্চিমবঙ্গ সরকারও একটি মেলার আয়োজন করে, যেটি নন্দন চত্বর থেকে সরে গিয়ে ঠাঁই পেয়েছে সল্টলেকের রবীন্দ্র-ওকাকুরা ভবনে। আয়োজন করা হচ্ছে বসিরহাট ও মালদা লিটল ম্যাগাজিন মেলারও। এই মেলাগুলির তারিখ এখনও জানা যায়নি। সর্বোপরি, কলকাতা বইমেলার লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন তো রয়েইছে! অজস্র স্টলের ভিড়েও, নিজের স্পর্ধায় উজ্জ্বল।
হয়তো আরও মেলা রয়েছে, এই প্রতিবেদনে বাদ পড়ে গেল। আপনারা জানান। লিটল ম্যাগাজিনের বৃত্তে, মেলার হাত ধরে বন্ধুত্ব গাঢ় হোক আরও। দেখা হোক পত্রিকা কিনতে গিয়ে।