হ্যাকার-হামলায় প্রশ্নের মুখে লিংকডইন, নিলামে ৫০ কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য

কয়েকদিন আগেই হ্যাকারদের দৌলতে প্রকাশ্যে এসেছিল প্রায় ৫৩.৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য। তার ঘোর কাটতে না কাটতেই, এবার হ্যাকারদের শিকার হল লিংকডইন গ্রাহকরা। সম্প্রতি অন্যতম এই প্রফেশনাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মের প্রায় ৫০ কোটি ব্যবহারকারীর একটি তথ্যব্যাঙ্ক হ্যাক করে হ্যাকাররা। ফাঁস করা হয় গ্রাহকদের নাম, ফোন নম্বর, ইমেল আইডি, লিঙ্গ, অফিসের ঠিকানা এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য।

শুধু তথ্য ফাঁস করেই থেমে থাকেনি হ্যাকাররা। গ্রাহকদের ব্যক্তিগত তথ্য এখন ডার্কওয়েবে নিলামে উঠছে চড়া দরে। প্রতি অ্যাকাউন্টের তথ্যের জন্য দাম ধার্য করা হয়েছে ২ ডলার। তবে বিশেষ কিছু গ্রাহকের তথ্যের মূল্য ছাড়িয়ে গেছে চার অঙ্কের সংখ্যা। সাধারণ ব্যাঙ্ক ট্রান্সাকশনের বদলে বিটকয়েনের মারফতেই এই কেনাবেচা চলছে বলে অনুমান বিশেষজ্ঞদের। 

তবে দুশ্চিন্তার শেষ এখানেই নয়। ‘সাইবারনিউজ’-এর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গ্রাহকদের লিংকডইন প্রোফাইলের সঙ্গে সংযুক্ত থাকা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের তথ্যেও থাবা বসিয়েছে হ্যাকাররা। ফলত, এই হ্যাকিং-এর সূত্র ধরে পরবর্তীতেও বিপদে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

উল্লেখ্য, লিংকডইন সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কটি মাইক্রোসফটের মালিকানাধীন। বিল গেটসের প্রতিষ্ঠিত এই সংস্থার ওপর আস্থা ছিল সারা বিশ্বের মানুষেরই। সাম্প্রতিক তথ্য ফাঁসের পর এবার ফেসবুকের পাশাপাশি তাঁদের দিকেও প্রশ্ন উঠছে গ্রাহকদের নিরাপত্তা নিয়ে। তবে বিষয়টি প্রকাশ্যে আসার পরই দীর্ঘ বিবৃতিতে সাফাই দিয়েছে মাইক্রোসফট। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিপুল তথ্যভাণ্ডার ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে সংগৃহীত হয়নি। বরং তৃতীয় কোনো ওয়েবসাইট কিংবা প্রতিষ্ঠানের কাছ থেকে তারা সংগ্রহ করেছে। গ্রাহকদের আশ্বস্ত করে লিংকডইন জানায়, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা সকলের জন্য দৃশ্যমান তথ্যগুলিই শুধু আয়ত্ত করতে পেরেছে হ্যাকাররা। তবে তারা মাইক্রোসফটের নিরাপত্তা ভেদ করে গোপন তথ্য সংগ্রহ করতে পারেনি।

আরও পড়ুন
হ্যাকারদের নতুন হাতিয়ার পর্নোগ্রাফি, গোপন তথ্য ফাঁস করেই চলছে দেদার ব্ল্যাকমেল

সব মিলিয়ে এই নেটওয়ার্কিং সাইটে ব্যবহারকারীর সংখ্যা ৭৪ কোটি। তার মধ্যে ৫০ কোটি গ্রাহকেরই তথ্য প্রকাশ্যে এসেছে। প্রশ্ন থেকে যায় সেই জায়গাটাতেই। এত বিপুল পরিমাণের তথ্য কি সত্যিই সম্ভব তৃতীয় কোনো ওয়েবসাইট থেকে সংগ্রহ করা? তবে কি গা বাঁচাতেই এমন বেদবাক্য বলছে মাইক্রোসফট? অন্যদিকে ধন্ধ থেকে যাচ্ছে একুশ শতকে দাঁড়িয়ে সাইবার সুরক্ষা নিয়েও। কিছুদিন আগে ফেসবুক-হ্যাকিং-এর দৌলতে ফাঁস হয়েছিল খোদ মার্ক জুকেরবার্গের ব্যক্তিগত ফোন নম্বর। অর্থাৎ, সুরক্ষিত নন বহুজাতিক এই সংস্থাগুলির সর্বেসর্বারাও। দুটি ঘটনারই পৃথকভাবে তদন্ত শুরু হয়েছে। হয়তো কিছুদিন পর ধরাও পড়বে অভিযুক্ত হ্যাকার সংগঠন। কিন্তু সেটাই কি সমাধান এমন একটি গুরুতর সমস্যার? জানা নেই…

Powered by Froala Editor

আরও পড়ুন
নতুন ম্যালওয়্যার ছড়াল হ্যাকাররা, নিয়ন্ত্রণ নিতে পারে আপনার ডিভাইসেরও!

More From Author See More