দেশজুড়ে চোরাশিকারীদের উপদ্রব তো লেগেই রয়েছে। তার মধ্যে এবার প্রাকৃতিক বিপর্যয়ের কবলে পড়ে প্রাণ হারাল আসামের ১৮টি হাতি। বৃহস্পতিবার সকালে জঙ্গলের মধ্যে মৃত হাতিদের দেখতে পান নগাঁও জেলার গ্রামবাসীরা। আগেরদিন এলাকায় প্রবল ঝড়বৃষ্টি দেখা গিয়েছিল। ফলে ওই সময় চোরাশিকারীদের আক্রমণ ঘটেনি বলেই মনে করছেন বনবিভাগের আধিকারিকরা। প্রাথমিক তদন্তে অনুমান, বজ্রপাতের ফলে বিদ্যুৎপৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে হাতিদের।
আসামের মুখ্য বনসংরক্ষক আধিকারিক অমিত সহায় জানিয়েছেন, প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে বিভাগীয় অফিসে খবর আসতে বেশ সময় লেগে গিয়েছে। বৃহস্পতিবার বিকালে বনবিভাগের দল ঘটনাস্থলে পৌঁছলে দেখা যায় কান্দালি পাহাড়ের চূড়ায় ১৪টি হাতি মৃত অবস্থায় শুয়ে আছে। আর ৪টি হাতি পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে পড়েছে। প্রাথমিক তদন্তে মৃতদেহগুলির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে কিনা, সে-বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়া প্রয়োজন। গ্রামবাসীরা জানিয়েছেন, বুধবার মধ্যরাত থেকেই তাঁরা জঙ্গলে হাতিদের অস্বাভাবিক স্বরে চিৎকার করতে শুনেছেন। কিন্তু তখন গভীর রাতে ঝড়বৃষ্টির মধ্যে কেউই বাইরে যেতে পারেননি। সকালে জঙ্গলে পৌঁছে মৃতদেহগুলি আবিষ্কার করেন তাঁরা।
যদি সত্যিই বিদ্যুৎপৃষ্ট হয়ে হাতিদের মৃত্যু হয়, তাহলে বলতে হয় ভারতে এমন ঘটনা সত্যিই বিরল। আফ্রিকার সাভানা অঞ্চল বা অন্যান্য তৃণভূমি অঞ্চলে এমন ঘটনা প্রায়ই শোনা যায়। তবে ঘন অরণ্যে বড়ো গাছের গায়ে বিদুৎ বাধা পায়। ফলে সচরাচর এমনটা ঘটে না। যদিও প্রায় দেড় দশক আগে জলদাপাড়া অভয়ারণ্যে এরকম ঘটনার কথা শোনা গিয়েছিল বলে জানিয়েছেন আসামের বনমন্ত্রী পরিমল শুক্লাবৈদ্য। কিন্তু সেক্ষেত্রে এতগুলি হাতির মৃত্যু ঘটেনি।
বনবিভাগের আধিকারিকদের মতে, হাতিরা বিপদের সময় একসঙ্গে দল বেঁধে থাকে। আর সেই কারণেই একজন বিদ্যুৎপৃষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে বাকিদের মধ্যেও তা ছড়িয়ে পড়ে। ফলে একসঙ্গে ১৮টি হাতির মৃত্যু হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু সত্যিই যদি বিদ্যুৎপৃষ্ট হয়ে হাতিদের মৃত্যু হয় তাহলে মানতে হবে অরণ্য অঞ্চলের বাস্তুতান্ত্রিক কাঠামো একেবাররেই ভেঙে পড়েছে। অবিলম্বে পরিবেশ সুরক্ষার ব্যবস্থা না নেওয়া হলে আগামীদিনে আরও বড়ো দুর্যোগ নেমে আসতে পারে। একটি কার্যকর পরিবেশ আইন তৈরি করাও প্রয়োজন বলে মনে করছেন আধিকারিকরা।
আরও পড়ুন
হাতির দলের ওপর অমানবিক অত্যাচার, গ্রেপ্তার তামিলনাড়ুর তিন আদিবাসী যুবক
Powered by Froala Editor
আরও পড়ুন
দেরাদুন বিমানবন্দর সম্প্রসারণের কোপে শিবালিক অভয়ারণ্য, বাসস্থান হারাবে হাতিরাও