প্রাইড মান্থের প্রাক্কালে প্রান্তিক লিঙ্গ-যৌনতার মানুষদের বিনামূল্যে টিকাকরণ, সাক্ষী কলকাতা

/৬

এবার ইতিহাসের সাক্ষী হল কলকাতা। স্বেচ্ছাসেবী সংস্থা ‘প্রান্তকথা’, টেকনো ইন্ডিয়া ডামা হাসপাতাল ও অফবিট সিসিইউ-এর উদ্যোগে শুরু হল প্রান্তিক লিঙ্গ ও যৌনতার তরুণ-তরুণীদের বিনামূল্যে টিকাকরণ প্রক্রিয়া।

/৬

কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছিল অনলাইন রেজিস্ট্রেশন। তার ভিত্তিতেই আজ টিকাদান করা হয় ৫০ জন রূপান্তরকামী তরুণ-তরুণীকে।

/৬

ভারতের প্রান্তিক লিঙ্গ-যৌনতার মানুষের সংখ্যা প্রায় ১৪ কোটি। কিন্তু ১৬ মে পর্যন্ত টিকাকরণ হয়েছে এলজিবিটি সম্প্রদায়ের মাত্র ১৯ হাজার মানুষের। ফলে ভ্যাকসিনেশন ড্রাইভ থেকে যে অনেকটাই বঞ্চিত হচ্ছেন তাঁরা, তাতে সন্দেহ নেই কোনো।

/৬

অথচ সরকার থেকে বলা হয়েছে পারিবারিকভাবে সমকামী, রূপান্তরকামী এবং তৃতীয়লিঙ্গের মানুষদের টিকাকরণ শুরু করা হয়েছে। কিন্তু স্বচ্ছ না সেই ছবিটিও। কারণ এখনও পর্যন্ত পরিচয়পত্রে স্বীকৃতিই পাননি অনেকে। ফলে হেনস্থার শিকার হতে হচ্ছে তাঁদের।

/৬

২০১৪ সালেই পাশ হয়েছে নালসা আইন। তারপর পেরিয়ে গেছে দীর্ঘ সাত বছর। কিন্তু আজও কি সত্যিই সমানাধিকার পেয়েছেন এলজিবিটি সম্প্রদায়ের মানুষেরা? কোভিড পরিস্থিতি চোখে আঙুল তুলেই দেখিয়ে দিচ্ছে সেই বৈষম্যকে।

/৬

ক্যালেন্ডারের পাতায় জুন মাস আসতে আর মাত্র একদিন। তারপরই বিশ্বজুড়ে পালিত হবে প্রাইড মান্থ। তার ঠিক প্রাক্কালে টিকাকরণের গুরুত্ব এবং সাম্যাধিকার সম্পর্কে গোটা বিশ্বের কাছেই এক দৃষ্টান্ত সামনে রাখল কলকাতা। রামধনু পতাকা জাগিয়ে রাখল দিন বদলের আশা…

Powered by Froala Editor

Latest News See More