কথায় আছে , ‘ক্লিনলিনেস ইস নেক্সট টু গডলিনেস।’ অর্থাৎ, ধার্মিকতার পরেই পরিচ্ছন্নতার স্থান। তাই বাড়ি-ঘর অগোছালো, অপরিষ্কার থাকলে, বিষয়টা চিরকালই নজর কাড়ত তাঁর। হাজার কাজ, ক্লান্তির পরেও তাই বাড়ি ফিরে ঘর গোছানোয় মন দিতেন তিনি। এবার মোটা টাকার মাস-মাইনের চাকরি ছেড়ে এই ঘর সাফাই-এর (Cleaning houses) কাজকেই ‘পেশা’ হিসাবে বেছে নিলেন ফিনল্যান্ডের এক যুবতী।
অরি ক্যাতারিনা (Auri Katariina)। ২৯ বছর বয়সি এই ফিনিশ যুবতীর (Finnish Woman) উপার্জনের মূল পথ এখন লোকজনের ঘর-বাড়ি পরিষ্কার করা। এবং সেইসঙ্গে অবশ্যই অ্যাডভেঞ্চার। দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে লোকজনের বাড়ি পরিষ্কার করার মধ্যে বেশ রোমাঞ্চকর অভিযানের স্বাদ পান তিনি। পাশাপাশি ঘর পরিষ্কার করে আত্মতৃপ্তির ব্যাপারটা তো রয়েছেই। এমনকি পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে তাঁর মোহ এতটাই যে ‘সাফাই-এর রানি’ হিসাবে নিজের পরিচয় দিতেই পছন্দ করেন অরি।
তবে মজার বিষয় হল, লোকজনের বাড়ি পরিষ্কার করার জন্য নয়া-পয়সাটিও পারিশ্রমিক নেন না তিনি। ভাবছেন এ আবার কেমন কথা? একটু আগেই যে বলা হল, সাফাই-ই তাঁর পেশা, তবে? হ্যাঁ, পেশা ঠিকই। তবে তাঁর উপার্জনের পদ্ধতিটা একটু অন্যরকম। আসলে, গ্রাহকদের থেকে কোনো অর্থ না নিলেও, বাড়ি পরিষ্কারের জন্য ছোট্ট একটি শর্ত রাখেন তিনি। আর তা হল, জঞ্জাল সাফাই-এর প্রক্রিয়া ভিডিও করতে দিতে হবে তাঁকে। সেই ভিডিও ইনস্টাগ্রাম, টিকটক-সহ একাধিক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অরি। সেখান থেকেই উপার্জন হয় তাঁর। বর্তমানে ইনস্টাগ্রামেই তাঁর ভক্তের সংখ্যা ২১ লক্ষ। টিকটকে প্রায় ৭৮ লক্ষ। ফলে, মন্দ আয় হয় না মোটেই।
স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, জীবিকা নির্বাহের জন্য এমন অদ্ভুত পথ বেছে নেওয়ার কারণ কী? তাও আবার মাস-মাইনের চাকরি ছেড়ে! আসলে, অরি একক মা, অর্থাৎ ‘সিঙ্গেল মাদার’। বছর কয়েক আগেই আত্মহত্যা করেছিলেন তাঁর স্বামী। ফলে একদিকে যেমন মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অরি, তেমনই হঠাৎ করে যেন দায়িত্বও বেড়ে গিয়েছিল অনেকটা। পরিবার আর কাজ— একা হাতে দুটো দিক সামলে ওঠা হচ্ছিল না কোনোভাবেই। তবে কাজের জন্য, তাঁর সন্তানরা যাতে কোনোভাবেই নিঃসঙ্গতা বোধ না করে, সেটা নিশ্চিত করাই ছিল তাঁর একমাত্র লক্ষ্য।
তাই বাধ্য হয়েই চাকরি ছাড়েন তিনি। কিন্তু তাহলে সংসার চলবে কীভাবে? বাড়ি-ঘর পরিষ্কার করতে চিরকালই ভালো লাগত অরির। আর সেটাকেই তাই পেশা হিসাবে বেছে নেন তিনি। বছর দুয়েক আগেই খুলে ফেলেন ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউব অ্যাকাউন্ট। ঘর গোছানো এবং পরিষ্কার করার ভিডিও আপলোড করতে শুরু করেন সেখানে। যা নেটিজেনদের নজর কাড়ে দিন কয়েকের মধ্যেই। প্রাথমিক জনপ্রিয়তা পাওয়ার পর, বিনামূল্যে লোকজনের বাড়ি পরিষ্কার করতে বিশেষ উদ্যোগ নেন তিনি। অরির এই ব্যতিক্রমী উদ্যোগ ও যাপন ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে নেট-দুনিয়ায়...
Powered by Froala Editor