২০২০ সালে পরিবেশ-সংক্রান্ত অপরাধ বেড়েছে ৭৮.১ শতাংশ

লকডাউনে প্রকৃতির প্রাণ ফিরছিল একটু একটু করে। দূষণের মাত্রাও কমেছে একটু একটু করে, এমনটাই জানিয়েছিল বেশ কিছু রিপোর্ট। এই খবরে উল্লসিত হয়েছিলাম অনেকেই। কিন্তু দেশের মানুষের মানসিকতায় যে পরিবর্তন আসেনি, সে-কথা প্রমাণ করল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট (National Crime Record Bureau)। বুধবার প্রকাশিত হয় ২০২০ সালের অপরাধের নথি। আর তাতে দেখা গিয়েছে সার্বিকভাবে পূর্ববর্তী বছরের চেয়ে অপরাধ বেড়েছে ২৮ শতাংশ। তবে পরিবেশ বিষয়ক অপরাধের (Crime Against Environment) সংখ্যাটা বেড়েছে ৭৮.১ শতাংশ।

বনভূমি ও বন্যপ্রাণ সংরক্ষণ আইন, দূষণ নিয়ন্ত্রণ আইন, ধূমপান প্রতিরোধ আইন এবং শব্দদূষণ নিয়ন্ত্রণ আইন সহ পরিবেশ বিষয়ক যাবতীয় আইনে যে সমস্ত মামলা নথিভুক্ত হয়েছে, তাদের একই তালিকায় রেখেছে এনসিআরবি। আর তাতে দেখা গিয়েছে ২০২০ সালে মোট মামলার সংখ্যা ৬১৭৬৭। যা ২০১৯ সালের তুলনায় ৭৮.১ শতাংশ বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি অপরাধের ঘটনা ঘটেছে তামিলনাড়ুতে। সেখানে মামলার সংখ্যা ৪২৭৫৬। ৯৫৪৩টি মামলা নিয়ে রাজস্থান রয়েছে দ্বিতীয় স্থানে। আর তৃতীয় স্থানে থাকা উত্তরপ্রদেশে সংখ্যাটা ২৯৮১। পশ্চিমবঙ্গে সংখ্যাটা ৮৯। তবে মিজোরামে এই বছর একটিও পরিবেশ বিষয়ক মামলা নেই। আর সিকিমে মাত্র ১টি পরিবেশ বিষয়ক মামলা নথিভুক্ত হয়েছে।

পরিসংখ্যানে আরও দেখা গিয়েছে, সবচেয়ে বেশি মামলা নথিভুক্ত হয়েছে ধূমপান নিয়ন্ত্রণ আইনের আওতায়। ৪৭ হাজারের বেশি মামলাই এই বিষয়ে, যা মোট পরিবেশ সংক্রান্ত মামলার ৮০ শতাংশেরও বেশি। অন্যদিকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে জল ও বায়ুদূষণ সংক্রান্ত মামলা। ২০১৯ সালে এই বিষয়ে মামলার সংখ্যা ছিল ১৬০টি। ২০২০ সালে সংখ্যাটা দাঁড়িয়েছে ৫৮৯। অর্থাৎ প্রায় ২৮৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এই ধরনের অপরাধ। সব মিলিয়ে বড়ো অপরাধের চেয়ে ছোটো এবং ব্যক্তিগত মামলার সংখ্যাই বেশি। আর এই পরিসংখ্যান তাই আরও স্পষ্ট করে বুঝিয়ে দেয়, আমাদের সচেতনতার মধ্যেই এখনও একটা বিরাট ফাঁক থেকে গিয়েছে। আর মানুষ সচেতন না হলে আইন তৈরি করে পরিবেশ বাঁচানো সম্ভব নয়।

Powered by Froala Editor

আরও পড়ুন
যেচে ডেকে আনা হবে বন্যা! পরিকল্পনা পরিবেশ বিশেষজ্ঞদের