কলকাতা শহরের সঙ্গে ইউরোপের সরাসরি পরিবহণ যোগাযোগ (Direct Air Link) বলতে এখন রয়েছে শুধুই কলকাতা-লন্ডন বিমান পরিষেবা। তবে তার আয়ুও আর মাত্র কয়েকদিন। আগামী ২০ মার্চ শেষবার আকাশে উড়বে লন্ডনগামী এই বিমান। এমনটাই জানিয়েছে এয়ার ইন্ডিয়া (Air India) কর্তৃপক্ষ। সাপ্তাহিক একটিমাত্র বিমানের জন্য যাত্রীদের চাহিদা সবসময়ই বেশি থাকত। এবার সেই বিমান বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ অনেকেই।
ভারতে বিমান পরিবহণের গোড়াপত্তন ঘটেছিল কলকাতা শহরেই। বিশ শতকের দ্বিতীয় দশক থেকে কলকাতার সঙ্গে ইউরোপের বিমান যোগাযোগ গড়ে উঠেছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই যোগাযোগ ফিকে হয়ে আসে। বিশ শতকেই এক এক করে বন্ধ হয়ে যায় বিভিন্ন বায়ুপথ। ২০০৭ সালে নানা প্রশাসনিক জটিলতার কারণে কলকাতা-লন্ডন বিমানপথটিও বন্ধ করে দেওয়া হয়। তবে যাত্রীদের চাপে ১৩ বছর পর আবার ২০২০ সালে চালু হয় পরিষেবা। যদিও সেই পরিষেবাও বেশিদিন টিকল না। ২০২০ সালের নভেম্বর মাসে সাপ্তাহিক দুটি বিমান চলাচল শুরু হয়। মাসখানেকের মধ্যেই সংখ্যাটা কমিয়ে সপ্তাহে একটি বিমানে নিয়ে আসা হয়।
মাসখানেক পরিষেবা চালু থাকার পর ডিসেম্বর মাসে কোভিডের জন্য ইংল্যান্ডের সঙ্গে সমস্ত বিমান যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। ২০২১ সালের আগস্টে আবার চালু হয় পরিষেবা। গত জানুয়ারিতে আবার কোভিডের কারণে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। সম্প্রতি আবার পরিষেবা চালু হয়েছে। আর এর মধ্যেই দুঃসংবাদ শোনাল এয়ার ইন্ডিয়া।
যদি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সমস্ত বিমানপথ এবং বিমানের আধুনিকীকরণের জন্যই বেশ কিছু পরিষেবা বন্ধ করা হচ্ছে। কলকাতা-লন্ডন বিমানপথের পাশাপাশি বন্ধ থাকছে বেঙ্গালুরু-লন্ডন বিমানপথও। উল্লেখ্য, জানুয়ারি মাসেই কেন্দ্র সরকারের হাত থেকে এয়ার ইন্ডিয়ার মালিকানা চলে গিয়েছে টাটা গোষ্ঠীর হাতে। একসময় টাটা গোষ্ঠীর মালিকানায় এবং ব্যবস্থাপনাতেই উন্নতির শীর্ষে পৌঁছেছিল এয়ার ইন্ডিয়া। সেই ইতিহাসকে মাথায় রেখেই নতুন করে সমস্ত পরিষেবার আধুনিকীকরণের কাজ শুরু হবে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। কলকাতা-লন্ডন বিমান পরিষেবাও আগামীদিনে নতুন চেহারায় ফিরে আসবে, এমনটাই জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন
ইতিহাসের পুনরাবৃত্তি? এয়ার ইন্ডিয়ার বেসরকারিকরণ, ফিরল টাটাদের হাতেই
Powered by Froala Editor
আরও পড়ুন
রাতারাতি ছাঁটাই ৪৮ জন পাইলট; এয়ার ইন্ডিয়ার সিদ্ধান্তে তোলপাড়