দেশের সবচেয়ে বড়ো মেডিক্যাল সাইক্লোট্রন তৈরি কলকাতায়, চমক বাঙালি বিজ্ঞানীর

ক্যানসার, এক আতঙ্কের নাম। শুধু যে এই রোগ দুরারোগ্য তাই নয়, এর চিকিৎসার খরচ সামলাতেও হিমশিম খান বহু মানুষ। তবে পশ্চিমবঙ্গের মানুষের জন্য এবার সুখবর নিয়ে এল ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার বা ভিইসিসি। চকগড়িয়ার এই গবেষণাগারেই তৈরি হল দেশের সবচেয়ে বড়ো মেডিক্যাল সাইক্লোট্রন। এই যন্ত্রের নাম সাইক্লোন ৩০।

মেডিক্যাল সাইক্লোট্রন যন্ত্রের সাহায্যে তৈরি আইসোটপের মাধ্যমে যে-কোনো টিউমার পরীক্ষা অনেক সহজ। আর এই পরীক্ষার খরচও অনেক কম। তাছাড়া খুব তাড়াতাড়ি পরীক্ষার ফলাফলও জানা যাবে। সব মিলিয়ে চিকিৎসার জগতে এক বিপ্লব ঘটে যেতে চলেছে এই কলকাতা শহরেই।

এই সাইক্লোট্রন যন্ত্রের সাফল্যের পিছনে আছে বাঙালি বিজ্ঞানী বিকাশ সিনহার দীর্ঘদিনের গবেষণা। বহু প্রতিকূলতার মধ্যে এক সময় আশা ছেড়েই দিয়েছিলেন তিনি। তবে অবশেষে সাফল্যে যে তিনি রীতিমতো খুশি, সেকথা বলাই বাহুল্য। তিনি জানিয়েছেন এর ফলে ক্যানসারের পরীক্ষার খরচ প্রায় এক তৃতীয়াংশে নেমে আসবে। শুধু ক্যানসারই নয়, অন্য ধরনের টিউমার পরীক্ষাতেও কাজে লাগবে এই যন্ত্র।

শহরের সমস্ত সরকারি এবং বেসরকারি চিকিৎসাকেন্দ্রকেই এই যন্ত্র ব্যবহার করতে দেওয়া হবে বলে জানিয়েছেন বিকাশ সিনহা। আর আগামী বছরের মাঝামাঝিই এই কাজ শুরু হয়ে যাবে। আমরি হাসপাতালের কর্ণধার রূপক বড়ুয়া জানিয়েছেন, তাঁরা এই যন্ত্র ইতিমধ্যে ব্যবহার করে দেখেছেন। এর ফলে সত্যিই খুব সহজে পরীক্ষা সম্ভব। পাশাপাশি কলকাতায় চিকিৎসার জন্য আসা পূর্ব ভারতের সমস্ত মানুষের কাছেই এ এক সুখবর বৈকি।

আরও পড়ুন
ক্যানসার ভ্যাকসিন ও তার শ্রেণীবিভাগ : আরোগ্য কতদূর?

Powered by Froala Editor

আরও পড়ুন
আগামী পাঁচ বছরে ১২ শতাংশ বৃদ্ধি পাবে ক্যানসার আক্রান্তের সংখ্যা, জানাল আইসিএমআর