বিশ্ব উষ্ণায়নের ভয়াবহ প্রভাব পড়ছে হিমালয়ে (Himalaya)। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল এই তথ্য। জানা গিয়েছিল এভারেস্টের বুকে জমা দু’হাজার বছরের বরফ গলেছে মাত্র আড়াই দশকে। এবার আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন গবেষকরা। দ্রুত গলছে কাশ্মীর ও লাদাখ অঞ্চলের হিমবাহগুলিও (Glaciers)। বিগত তিন দশকে ৬.৭ শতাংশ ক্ষয় পেয়েছে হিমালয়ের হিমবাহগুলি। সংশ্লিষ্ট হিমবাহগুলির পশ্চাদপসরণকে উত্তর ভারতের পার্বত্য অঞ্চলের সংকট বলেই চিহ্নিত করছেন গবেষকরা।
সব মিলিয়ে দেখতে গেলে হিমালয়ের হিমাদ্রি রেঞ্জে রয়েছে প্রায় ১২ হাজার হিমবাহ। শুধু লাদাখেই রয়েছে তিন শতাধিক হিমবাহ। যার মধ্যে ১১২টি রয়েছে ভারতের অভ্যন্তরে। বাকি ৬০ শতাংশের বেশি হিমবাহ চিনের গণ্ডির মধ্যে পড়ে। বিগত কয়েক দশক ধরেই দুই পারমাণবিক শক্তিধর দেশ তাদের সামরিক শক্তি বৃদ্ধি করে চলেছে সীমান্তবর্তী অঞ্চলে। বিশেষত, ২০২০ সালের ভারত-চিন বিরোধের পর থেকে আরও জোরালো হয়েছে দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা। আর তারই সুস্পষ্ট প্রভাব পড়ছে হিমবাহের ওপর। এমনটাই উঠে আসছে সাম্প্রতিক গবেষণায়।
লকডাউন ঘোষণা হওয়ার ঠিক পর পরই— ২০২০ সালের এপ্রিল হিমালয়ের হিমাদ্রি রেঞ্জের হিমবাহগুলির ওপর সমীক্ষা শুরু করেছিলেন ভারতীয় গবেষকরা। লাদাখের নিয়ন্ত্রণরেখা এবং তৎসংলগ্ন ৮৭টি হিমবাহের স্বাস্থ্য পরীক্ষা করা হয় সেইসময়। ১৯৯০ থেকে ২০১৯— তিন দশকের তথ্য ও বরফের নমুনা সংগ্রহ করেছিলেন বিজ্ঞানীরা। তার থেকে প্রাপ্ত বরফ গলনের হারের বিশ্লেষণ করেই সংশ্লিষ্ট রিপোর্টটি প্রকাশ করেছেন তাঁরা। সম্প্রতি এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘ফ্রন্টিয়ার ইন সায়েন্স জার্নাল’ পত্রিকায়।
সমীক্ষায় উঠে আসছে শুধুমাত্র কেন্দ্রশাসিত লাদাখের প্যাংগং অঞ্চলের হিমবাহগুলির আয়তন গড়ে হ্রাস পেয়েছে ০.৪ বর্গ কিলোমিটার। চিনের সীমাতে রিপোর্ট অনুযায়ী প্যাংগং হ্রদ ঘিরে প্রায় চারশোটি সেতু নির্মাণ করেছে চিন। সেইসঙ্গে জোর কদমে চলছে সামরিক মহড়া। কাজেই কার্বন নির্গমনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে দ্রুত গতিতে। পাশাপাশি প্যাংগং এন্ডোরহেইক হ্রদ, অর্থাৎ তার জল সমুদ্রে প্রবাহিত হয় না। ফলে, ক্রমশ হিমবাহের গলনে বাড়ছে বিস্ফোরণের সম্ভাবনা।
আরও পড়ুন
‘বৃহত্তম’ হিমবাহের গলনে সমুদ্রে মিশেছে ১ ট্রিলিয়ন টন জল, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়
ঠিক এই কারণেই গত বছর ভয়াবহ ধ্বস ও বন্যার সৃষ্টি হয়েছিল উত্তরাখণ্ডে। প্রাণ হারিয়েছিলেন কয়েকশো মানুষ। তাছাড়াও হিমবাহের গলনে উল্লেখযোগ্যভাবে বদলাচ্ছে হিমালয়ের বাস্তুতন্ত্রও। সে ব্যাপারেও সতর্ক করছেন গবেষকরা। কিন্তু কূটনৈতিক স্বার্থের বাইরে গিয়ে দুই শক্তিধর দেশ কি আদৌ মহড়া কিংবা নির্মাণকাজ থামাবে সীমান্ত অঞ্চলে? থেকে যাচ্ছে সেই প্রশ্নই…
আরও পড়ুন
গলছে পৃথিবীর প্রশস্ততম হিমবাহ, হাজির পৃথিবীর ‘ডুমস ডে’!
Powered by Froala Editor
আরও পড়ুন
আয়তনে ব্রিটেনের সমান, এক দশকের মধ্যেই গলে যেতে পারে আন্টার্কটিকার হিমবাহ