গণেশের বাহনকে বিশেষ শ্রদ্ধা রাশিয়ায়, তৈরি হয়েছে মূর্তিও

বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার কাজে বিপুল পরিমাণে ব্যবহৃত হয় ইঁদুর। বিশেষ করে জীববিজ্ঞানের কোনও গবেষণার যাবতীয় পরীক্ষা করা হয় এই ইঁদুরদের ওপর। আর এই ল্যাবরেটরির ইঁদুরদের শ্রদ্ধা জানাতেই বিশেষ মূর্তি তৈরি করেছেন রাশিয়ার বিজ্ঞানীরা।    

ক্যানসার গবেষণা হোক, বা জিনগত পরীক্ষা— বিজ্ঞানীরা যখনই নিত্যনতুন অনুসন্ধানের কাজে এগিয়েছেন, তখনই তাঁদের সহায় হয়েছে এই ইঁদুর। তাদের ওপরই প্রয়োগ করে বিজ্ঞানীরা যাচাই করেন সব। আর সেই প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করেই এগোয় ভবিষ্যতের গবেষণা। এই কাজে প্রচুর ইঁদুর মারা যায়। কিন্তু বিজ্ঞানের প্রতি তাদের এই অবদানকে তো কোনওভাবে অস্বীকার করা যায় না। রাশিয়ার ইন্সটিটিউট অফ সাইটোলজির বিজ্ঞানীরা তাই এই ল্যাবরেটরির ইঁদুরকে উৎসর্গ করে তৈরি করেছেন একটি মূর্তি। মূর্তিটি একটি চশমা পরিহিত ইঁদুরের, যে কিনা উল বোনার সামগ্রী নিয়ে একটা ডিএনএ তৈরি করছে। সম্পূর্ণ মূর্তিটায় ইঁদুরদের অবদান খুব স্পষ্ট হয়ে উঠেছে। যতই ছোট, অকিঞ্চিতকর প্রাণী হোক, তার অবদান তো ভোলবার নয়!

More From Author See More