দেশের দীর্ঘতম বুদ্ধমূর্তি তৈরি হচ্ছে কুমোরটুলিতে, অনন্য নজির মৃৎশিল্পী মিন্টু পালের

করোনার আবহে দেশের অর্থনীতিতে ভাঁটা পড়েছে। আর সেই ভাঁটার টান বহমান কলকাতার কুমোরটুলির বুকেও। এখনও অবধি অনিশ্চিত দুর্গাপুজোর ভাগ্য। পুজো হলেও বাজেট ছেঁটেছে কলকাতার তাবড় দুর্গাপুজো কমিটিগুলি। একরকমভাবে বিপাকেই কুমোরটুলির পোটোরা। তবে তার মধ্যেই ইতিহাসে জায়গা করে নিলেন এই কুমোর পাড়ার মৃৎশিল্পী। ভারতের মধ্যে বৃহত্তম বুদ্ধমূর্তি তৈরি হতে চলেছে কুমোরটুলিতেই।

আগামী বুদ্ধপূর্ণিমায় এই মূর্তি স্থাপিত হবে বুদ্ধগয়ায়। বুদ্ধ ইন্টারন্যাশনাল ওয়েলফেরার মিশন এই মূর্তি নির্মাণের ভার দিয়েছে কুমোরটুলির মৃৎশিল্পী মিন্টু পালকে। পরিনির্বাণের প্রাক্কালে সিংহশয্যায় শয়ন করেছিলেন বুদ্ধদেব। সেই মুহূর্তটিকেই মূর্তির আদলে ফুটিয়ে তুলছেন শিল্পী মিন্টু পাল। গৌতম বুদ্ধ তাঁর শিষ্যদের শেষ আশ্বাসবাণী দিয়েছিলেন এই শয্যাতেই। তাই এর তাৎপর্য বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে একটু আলদাই।

তবে এই বুদ্ধ মূর্তি মাটির নয়। বরং তৈরি হচ্ছে ফাইবার দিয়ে। ফলত দীর্ঘদিন অক্ষত অবস্থায় স্বমহিমায় বিরাজ করবে এই মূর্তি। এমনটাই জানাচ্ছেন শিল্পী মিন্টু পাল। তিনি জানান এই মূর্তির উচ্চতা ৮০ ফুট। তবে মূর্তির তলার বেদি মিলিয়ে উচ্চতা হবে ১০০ ফুট। বুদ্ধের জীবনকাল ৮০ বছর, এ কথা মাথায় রেখেই বুদ্ধগয়ার প্রধান মূর্তিগুলোর উচ্চতা রাখা হয় ৮০ ফুট। বুদ্ধগয়াতে রয়েছে এমন দু-দুটি মূর্তি। একটি ধ্যানস্থ এবং একটি দাঁড়ানো অবস্থায়। তবে উচ্চতার দিক থেকে এই নির্মায়মাণ মূর্তিটিই হবে দীর্ঘতম। তবে কলকাতায় তৈরি হলেও মূর্তিটি চূড়ান্ত রূপ পাবে বুদ্ধগয়াতেই। বিভিন্ন অংশ আলাদা আলাদা করে তৈরি করে নিয়ে গিয়ে, তাদের জোড়া হবে সেখানে। শেষ তুলির সোনালি টান পড়বে সেখানেই।

এর আগেও ৪৫ ফুটের দীর্ঘ বুদ্ধমূর্তি নির্মাণ করেছিলেন তিনি। তাছাড়াও ফাইবার দিয়ে বিশ্বকাপ, বিরাট কোহলির মূর্তি গড়ে নজর কেড়েছিলেন তিনি। দেশপ্রিয় পার্কের সেই বৃহৎ দুর্গামূর্তির নেপথ্যেও ছিল তাঁর নামই। এবার সেই তালিকায় যুক্ত হল আরও এক ঐতিহাসিক সৃষ্টি। গত জানুয়ারিতেই মূর্তি নির্মাণের বায়না এসেছিল কুমোরটুলিতে। কিন্তু প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করে কাজ শুরু আগেই আরোপিত হয়েছিল লকডাউন। যার ফলে দীর্ঘদিন বন্ধ হয়েছিল এই কাজ। আনলক পর্বে বিধি-নিষেধ অনেকটা শিথিল হতে আবার শুরু হয়েছে সেই ইতিহাস তৈরির কাজ...

আরও পড়ুন
লকডাউন ও আমফানের জোড়া ধাক্কায় ধ্বস্ত কুমোরটুলি, এগিয়ে এলেন তরুণ-তরুণীরা

Powered by Froala Editor

Latest News See More